সর্বশেষ
পাকিস্তানে ফের হামলা, গুরুতর আহত লস্করের শীর্ষ নেতা হামজা
আবার শুরু হয়েছে বিভাজনের রাজনীতি: মির্জা ফখরুল
বিক্ষোভে এনসিপি, পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ভবনে
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো অনিয়ম-বৈষম্য থাকবে না: লুৎফে সিদ্দিকী
জানা গেল কবে থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ
জুবাইদা রহমানের আপিল শুনানি বৃহস্পতিবার
অনিয়মে জর্জরিত ‘ওয়ান এশিয়া অ্যালায়েন্স’, ঝুঁকিতে ব্যান্ডউইথ নিরাপত্তা
গর্ভধারণে সমস্যা হতে পারে যেসব ভিটামিনের অভাবে
দ্রুত নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪১ সিনেটর-এমপির চিঠি
লিবিয়ায় ৮ মাসের বন্দিজীবন ছিল ‘মৃত্যুকূপ’
নয়নতারার ব্র্যান্ড ভ্যালুতে বড় ধাক্কা!
টিকিট ছাড়াই মিরপুরে বাংলাদেশের খেলা দেখার সুবর্ণ সুযোগ
জাহানারা অস্ট্রেলিয়ায়, সুবিচার চান রুমানা
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
১৫ বছরে ঋণের নামে লুট হয়েছে পৌনে ২ লাখ কোটি টাকা

দেশি তারকাদের অনুপ্রেরণায় গরমের ঈদে আরাম দেবে সুতি শাড়ির লুক

অনলাইন ডেস্ক

এই ঈদে স্টাইল আর আরামের পাল্লায় সঠিক ভারসাম্য আনতে পারে সুতি শাড়ি। আর সেই শাড়ি যদি হয় সমকালীন ট্রেন্ডি নকশার, তাহলে তো কথাই নেই। ঈদ আসতেও খুব বেশি দেরি নেই। দেশীয় তারকাদের পছন্দের শাড়ির লুক হতে পারে আপনারও অনুপ্রেরণা। কোনো কিছু না ভেবে তাই এই আবহাওয়াকে সঙ্গে নিয়েই গায়ে জড়িয়ে নিতে পারেন আরামদায়ক সুতি শাড়ি।

এমন সময়ে স্বস্তির নিশ্বাস পেতে সঠিক পোশাক নির্বাচনের দিকে মনোযোগ দিতে হবে সবার আগে। সে ক্ষেত্রে পোশাকটি হওয়া চাই আরামদায়ক, আবার স্টাইলিশও। এ জন্য যে ফেব্রিকের কথা সবার আগে মাথায় আসে, তা অবশ্যই সুতি।

এ সময় বাতাস চলাচল করতে ও ঘাম শুষে নিতে এর চেয়ে আরামদায়ক কাপড় আর কী হতে পারে? আসন্ন পবিত্র ঈদুল ফিতরে পছন্দের একটা সুতি শাড়ি হতে পারে সবকিছুর মুশকিল আসান। কারণ, সুতি শাড়ির আবেদন চিরন্তন।

এই ঈদে হালকা ও ফুরফুরে মন ভালো করা রঙের প্রিন্ট বা ব্লকের শাড়ি নিয়ে এসেছে দেশীয় বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডগুলো। শাড়ির জমিনে ফুল–পাতা, পাখি, মাছ, ফোক আর্ট, ওয়ারলি আর্টের মতো সুন্দর সুন্দর মোটিফের শাড়িগুলো দেখতে যেমন সুন্দর, পরতেও আরাম আর বেশ ‘সামার ফ্রেন্ডলি’।

সুতি শাড়ির সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হলো, এটা সব বয়সীর জন্যই মানানসই। যুগ যুগ ধরে সুতি শাড়ি তার রং ও রূপ পাল্টালেও এর কদর কমেনি একরত্তিও। একুশ শতকে এসে এই শাড়ির বৈচিত্র্য চোখে পড়ার মতো। আঁচল, পাড় থেকে শুরু করে জমিনেও নকশাকারেরা ফুটিয়ে তুলছেন নানা ধরনের সমকালীন মোটিফ ও কারুকাজ। এ মৌসুমে অবশ্য হালকা নকশাওয়ালা শাড়িই শ্রেয়। দেখতে বেশ ছিমছাম লাগবে। শুধু আরামের সঙ্গে স্টাইলের দিকটা খেয়াল রাখতে হবে। তাঁতে বোনা নরম সুতি টাঙ্গাইল শাড়ি বা তাঁতের সুতি কাপড়ের মোলায়েম থানে ছাপা, স্ক্রিনপ্রিন্ট, ব্লক, অ্যাপ্লিক, ডিজিটাল প্রিন্ট, বাটিক, ভেজিটেবল ডাই শাড়ি অত্যন্ত উপযোগী হতে পারে এ সময়। মণিপুরি, সুতির কোটা, চেক কিংবা জামদানি শাড়িও বেছে নিতে পারেন শাড়িপ্রেমীরা।

সাদা, নীল, কমলা, গোলাপি, লাল, বেগুনি বা যেকোনো রঙের সুতি শাড়িই পরা যেতে পারে। নানা রঙের ফুল-পাতা, জ্যামিতিক ও কলকার মতো ছিমছাম মোটিফ শাড়ির জমিনে ফুটে উঠলে ফ্যাশন স্টেটমেন্ট নজর কাড়বে ষোলো আনা। গায়ে জড়ালেই ফুরফুরে আর চনমনে ভাব দেবে এমন শাড়ি।

রং আর মোটিফগুলো বলে দিচ্ছে উৎসবের দিনে গরমে স্বস্তি দিতে এর চেয়ে ভালো আর কিছুই হয় না। শুধু কুঁচি করে শাড়ি গায়ে জড়ালেই হয়, ফ্যাশনিস্তাদের ভাবনাটি ঠিক এ রকম কিন্তু নয়। কত ঢঙেই–না পরা যায় শাড়ি। ক্ল্যাসিক ড্রেপিংয়ের পাশাপাশি শাড়ি পরার ধরনে ভিন্নতা আনতে সুতি শাড়িও হতে পারে স্টাইলিশ। সে ক্ষেত্রে নানা কাটিংয়ের ব্লাউজ বা টপও পাল্টে দিতে পারে লুক।

শাড়ির সঙ্গে তাই পরতে হবে মানানসই ব্লাউজ। হাতাকাটা ব্লাউজও ভিন্ন আবেদন যোগ করবে গরমের উৎসবে। শাড়ির সঙ্গে সাজের বিষয়টিও প্রাধান্য পায়। মানানসই সাজ ও অনুষঙ্গের মাধ্যমে সুতি শাড়ি হয়ে ওঠে অনন্য। তাই এই আবহাওয়ায় হালকা ছিমছাম মেকআপ লুকে নিজেকে সাজিয়ে নিতে পারেন।

ফাউন্ডেশনের ভারী কাভারেজ এড়িয়ে বেছে নিতে পারেন বিবি ক্রিম। তবে এর আগে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। সেই সঙ্গে ঠোঁটে পছন্দের লিপস্টিক, চোখে কাজল ও মাশকারা আর গালে হালকা ব্লাশনের ছোঁয়া দিলে উৎসবের আমেজটা ফুটে উঠবে শতভাগ।

সুতি শাড়ির সঙ্গে গয়না হিসেবে গলায় পরতে পারেন অক্সিডাইস, কড়ি, ধাতব, মাটি, কাঠ, পুঁতি, কাপড়সহ সব ধরনের গয়নাই। সঙ্গে হাতে ম্যাচিং বা কন্ট্রাস্ট কাচের চুড়ি, কপালে ছোট টিপ আর এলোচুলে পছন্দের কোনো ফুল গুঁজলেই ঈদের সাজ হবে পরিপূর্ণ।

ছবি: তারকাদের ইন্সটাগ্রাম

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ