সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

চট্টগ্রামে ঈদের কেনাকাটায় শাড়ি আছে পছন্দের তালিকায়

অনলাইন ডেস্ক

শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত চট্টগ্রামবাসী। মেয়েরা অন্যান্য পোশাকের পাশাপাশি কিনছেন শাড়িও। আবার অনেকেই এই ফাঁকে সেরে নিচ্ছেন বিয়ের শপিং।

বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। যেকোনো উৎসবের মতো ঈদের আনন্দ পূর্ণতা পায় নতুন শাড়িতে। ঈদে তাই ট্রেন্ড অনুযায়ী অন্য পোশাক কিনলেও শাড়িও কিনছেন অনেকেই। কারণ, ঈদের শাড়ি নিয়ে পরিকল্পনাও থাকে বিস্তর। কেমন শাড়ি কিনবেন, কোন শাড়িতে বেশি মানাবে, কোন শাড়ি স্বস্তিদায়ক হবে—এসব বিষয় মাথায় রেখেই শাড়ি পছন্দ করে থাকেন মেয়েরা।

এবার ঈদে গরমের কথা মাথায় রেখেই করা হয়েছে শাড়ির ডিজাইন। সিল্ক, হাফ সিল্ক, সুতি ও র সিল্কের শাড়িতে জমিন অলংকরণ করা হয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, কাঁথাস্টিচ ও এমব্রয়ডারিতে। কিছু কিছু শাড়ি আছে ভারী কাজের। জারদোজি, কারচুপি, কাটওয়ার্ক ও প্যাচওয়ার্কও করা হয়েছে। গাঢ় মেরুন, ম্যাজেন্টা, অফহোয়াইট, সাদা, বেগুনি, চেরি রেড, ল্যাভেন্ডার, ঘিয়ে, সবুজ, হলুদ, কমলা, ফিরোজা, বেবি পিংক, সোনালি, নীলসহ নানা রঙের শাড়ি আছে চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলোতে।

আবার একটু কমবয়সীরা ঝুঁকছেন ভারী কাজের লেহেঙ্গায়। গতানুগতিক লাল থেকে বেরিয়ে হালকা মিন্ট, গোলাপি, সাদা, আসমানি, গোল্ডেন, ল্যাভেন্ডার, সফট অরেঞ্জ ইত্যাদি রঙের দিকে ঝুঁকছেন তাঁরা। অনেকেই আবার হালকা রঙের সঙ্গে মানানসই গাঢ় রঙের ওড়নাও নিচ্ছেন। অনেকে আবার কাপড় কিনে বানিয়েও নিচ্ছেন পছন্দমাফিক লেহেঙ্গা।

সালোয়ার-কামিজ সব সময়ই কার্যকর পোশাক হিসেবে বিবেচিত। সময়ে ধারায় কাট আর প্যাটার্নে নানা পরিবর্তন লক্ষ করা গেছে। তবে একঘেয়েমি সালোয়ার-কামিজের ধরনে বহু আগেই ইতি টানা হয়েছে। সব বয়সী নারীই এটি পরতে পারেন, তাই এর চাহিদাও সব সময় বেশি। ঈদের শপিংয়েও চাহিদার দিক থেকে তালিকার শীর্ষে আছে সালোয়ার–কামিজ। এবারের ঈদ শপিং একেবারের শেষের দিকে। তবে শুরু থেকে নানা ডিজাইনের সালোয়ার-কামিজের বেশ ভালো সংগ্রহ ছিল ব্র্যান্ড ও নন–ব্র্যান্ডের আউটলেটগুলোতে। চট্টগ্রামের ডিজাইনাররাও নতুন ডিজাইনের সালোয়ার–কামিজ করেছেন। সেসব বেশ সমাদৃতও হয়েছে। এবার হালকা রংটা প্রাধান্য পেয়েছে।

ডিজাইনাররা নকশা ফুটিয়ে তুলতে ব্যবহার করছেন নানা ধরনের হাতের কাজ। এ ছাড়া ট্র্যাডিশনাল মাধ্যম তো ছিল। যেমন স্ক্রিন ও ব্লক প্রিন্ট, বাটিক প্রিন্ট ইত্যাদি।
এবারও ঈদের সুতি কালেকশনে দারুণ চমক দিয়েছেন ফ্যাশন ডিজাইনার সামিয়া নেওয়াজ। ড্রেসআপ–এর স্বত্বাধিকারী সামিয়া বললেন, প্রতিবছর ঈদের পোশাকে আসে নতুন ধারা, এবারও তার ব্যতিক্রম নয়।

এবার আবার ঈদের সময় থাকছে তীব্র গরম। এ জন্য সুতির সালোয়ার-কামিজই আরামদায়ক হবে। সুতির কামিজে হালকা এমব্রয়ডারি ও লেইসের কাজ করা হয়েছে। হালকা কাজের কামিজ কিংবা কুর্তি দিচ্ছে স্মার্ট লুক। বিশেষ করে কমবয়সীরা বেশি অলংকরণ পছন্দ করে না।
সালোয়ার-কামিজের কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয়ের পাশাপাশি কাপড়কে এমনভাবে নির্বাচন করা হয়েছে, যাতে উৎসবে আরাম মেলে। কামিজে লং, সেমি লং ও স্ট্রেইট প্যাটার্নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সুতি, জর্জেট, লিনেন, সিল্ক, হাফ সিল্ক, অরগাঞ্জা, ডুপিয়ান, সুইস কটন, ভিসকস, নিব কটন, সাটিন কাপড় প্রাধান্য পেয়েছে।

এই সময়ে আবার অনেকে বিয়ের শপিংও করছেন। কয়েক বছর আগে পুঁতি, জরি, স্টোনের কাজ করা ঝলমলে লেহেঙ্গা পছন্দের শীর্ষে থাকলেও বর্তমানে ভিন্নতা দেখা যাচ্ছে। কারণ, কনেরা এখন নিজেদের পোশাক নিয়ে বেশ সচেতন।

তাই শুধু জরি, পুঁতি, স্টোনের কাজের বাইরেও মিররওয়ার্ক, পার্ল, ক্রিস্টাল ওয়ার্ক, থ্রিডি মেটারিয়াল দিয়ে কাজ করা লেহেঙ্গা পছন্দ করছেন তাঁরা। তা ছাড়া লেহেঙ্গার কাপড় হিসেবে পিওর তসর, পিওর র সিল্ক, নেট, জর্জেট, কাতান—এই ধরনের কাপড় আছে চাহিদার শীর্ষে।
মডেল: সানজিদা, মমি, রোকসানা
মেকওভার: বিউটি আর্ট
ছবি: কমল দাশ

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ