চাঁদ রাতের আমেজ যেন ঈদের শুরুটা সুন্দর করে দেয়। ঈদের চাঁদ ওঠার আনন্দে মেতে ওঠে সকলে এ রাতে। চলতে থাকে ঈদের প্রস্তুতি। আর সেই সঙ্গে চলে হাতে মেহেদী দেওয়ার আয়োজন। তারকারাও চাঁদ রাতে আনন্দ করছেন ভরপুর। আর নিজেদের সুন্দর সব মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।
চলুন তবে দেখে আসি চাঁদ রাতে কী করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাফা কবির, নুসরাত ফারিয়া তমা মীর্জাসহ আরো সব প্রিয় তারকারা।
রয়েল ব্লু স্টাইলিশ পোশাক আর সাদা পাথরের গয়নায় চাঁদরাতের শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেত্রী নুসরতা ফারিয়া বন্ধুবৎসল তারকা সাফা কবির তাঁর প্রিয় বন্ধুদের নিয়ে সবাইকে চাঁদরাতেই ঈদ মোবারক জানিয়েছেন। সঙ্গে ছিলেন সস্ত্রীক অভিনেতা জোভান, তৌসিফ আর অভিনেত্রী মুমতাহিনা টয়া।
অভিনেত্রী সামিরা মাহী হাত ভরা মেহেদী নিয়ে এমন মিষ্টি লুকে ফ্রেমবন্দী হয়েছেন হালকা ল্যাভেন্ডার সালওয়ার কামিজ আর ঝুমকা পরে
ব্যাকগ্রাউন্ডে ঈদের চাঁদ। সদ্যবিবাহিত তারকা কাপল মেহজাবীন চৌধুরী আর আদনান আর রাজীবের এই মনকাড়া ছবিটি এখন সকলের নিউজফীডে
মেহেদী হাতে অলিভ রঙের কামিজের মোহনীয় লুকে দেখা দিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
এমন সুন্দর সাজে চাঁদ রাত মোবারক জানিয়েছেন সবাইকে সঙ্গীত ও অভিনয়শিল্পী পারসা ইভানা
আপনি কি আপনার ঈদের চাঁদ খুজে পেয়েছেন? এই প্রশ্ন করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান এই ল্যাভেন্ডার শাড়ির লুকে
অভিনেত্রী দিঘীড় হাতে জংলি মেহেদী। সিনেমার প্রমোশনে অংশ নিয়েছেন তিনি এভাবে।
সাফিয়া সাথীর ডিজাইন করা হালকা পীচরঙা সালওয়ার কামিজ আর ম্যাচিং ওড়নায় চাঁদ রাত লুকে চোখ জুড়াচ্ছেন তমা মীর্জা
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম