সর্বশেষ
পেস তাণ্ডবে টাইগারদের স্বস্তির সকাল
বাণিজ্যযুদ্ধের প্রভাব সোনায়, দামে নতুন রেকর্ড
দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম
ভারতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, আজই মোদির সঙ্গে বৈঠক
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় আটক ৩
সংস্কারের মূল উদ্দেশ্য ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠা না পায় : আলী রীয়াজ
ফ্যাসিবাদী শক্তি রুখে দেওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ: নাহিদ
তারল্য সংকটে ব্যাংক খাত, বাজেট ঘাটতি মেটাতে বেকায়দায় সরকার
জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার
প্রধান উপদেষ্টার কাতার সফরে জনশক্তি রপ্তানি ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মন্ত্রণালয়ের নাম পরিবর্তন, চেয়ারম্যান ও মেয়র পদে সরাসরি ভোট না করার সুপারিশ
কানাডায় এক দিনে রেকর্ড ২০ লাখ আগাম ভোট
সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চায় এনসিপি
৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ভ্যানচালককে গলা কেটে হত্যা, পালানোর সময় এক দুর্বৃত্ত আটক

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের শিবচরে দুর্বৃত্তদের হামলায় সায়েম মোল্লা (৬৫) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা তার ভ্যান ছিনতাই করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা এক অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা এলাকায় রাস্তার পাশে সায়েম মোল্লার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। একই সঙ্গে তারা দলবদ্ধ হয়ে ভ্যান উদ্ধারের চেষ্টা চালায়।

দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা প্রায় দুই কিলোমিটার দূরে সৈকত ঢালী (৩৫) নামে এক ব্যক্তিকে ছিনতাইকৃত ভ্যানসহ আটক করে এবং গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সৈকতকে হেফাজতে নেয়। নিহত সায়েম মোল্লা শিবচর উপজেলার চরজানাজাত এলাকার বাসিন্দা, আর আটককৃত সৈকত ঢালী একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের কেরানীরবাট এলাকার আদম আলী ঢালীর ছেলে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ (পিপিএম) জানান, “নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। ছিনতাইকৃত ভ্যান ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা শনাক্তের কাজ চলছে।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ