সর্বশেষ
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৫১ ফিলিস্তিনি
রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে
অনির্বাচিত সরকারের করিডোর দেওয়ার এখতিয়ার নেই: বিএনপি
৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতের হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য আছে
তারকা থেকে সাধারণ মানুষ, সবাই এই ডিজাইনারের পোশাক পরেন
খালি পেটে আমলকি খাওয়ার উপকারিতা
স্কার্ট–টপের ফ্যাশনে দর্শনার এক ডজন লুক
কিভাবে বুঝবেন কিডনি সুস্থ আছে
দিনে দশটির বেশি স্কিনকেয়ার পণ্য ব্যবহারে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ত্বক
এআইয়ের কণ্ঠও হাসে, কাঁদে আর চিৎকার করে
স্বাদের সঙ্গে স্বাস্থ্য সচেতনতা, আতাফলের যত উপকারিতা
সুপার ট্রেন্ডি সব লুকে জেন-জি নায়িকাদেরকে হীনমন্যতায় ভোগাচ্ছেন ৩৯-এর এই বং সুন্দরী
সকালে খালি পেটে ডালিমের রস খাওয়া ভালো না খারাপ
লিভারের সুস্থতায় এড়িয়ে চলবেন যে সকল খাবার
দাফনের পর কতক্ষণ কবরের পাশে থাকতে হয়

ক্রিকেটে নতুন ভূমিকায় শচীনকন্যা সারা

স্পোর্টস ডেস্ক

ক্রিকেট নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারকে। টি-টোয়েন্টি লিগে দল কিনেছেন তিনি। মুম্বাইয় দলের মালিকানা গিয়েছে তার হাতে।

এতদিন দর্শক হিসেবে ক্রিকেট মাঠে দেখা যেত ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারকে। এবার নতুন ভূমিকায় দেখা যাবে সারা টেন্ডুলকারকে।

টি-টোয়েন্টি লিগে দল কিনেছেন তিনি। মুম্বাইয় দলের মালিকানা গিয়েছে তার হাতে। তবে এই ক্রিকেট মাঠে খেলা হয় না। হয় ইন্টারনেট গেমে।

গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এ মুম্বাইয়ের দল কিনেছেন সারা। রিয়াল ক্রিকেট নামের একটি গেমে এই লিগ খেলা হয়। এর আগে দুই মৌসুম খেলা হয়েছে। এই গেম খেলতে হলে নাম নথিভুক্ত করতে হয়। প্রথম  মৌসুমে ২ লাখ নাম নথিভুক্ত হয়েছিল। দ্বিতীয় মৌসুমে হয়েছে ৯ লাখ ১০ হাজার। তৃতীয় মৌসুমে সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা।

বিভিন্ন চ্যানেল ও অ্যাপে এই খেলা দেখানো হয়। তার মধ্যে রয়েছে জিয়ো সিনেমা ও স্পোর্টস ১৮। এখন স্টার স্পোর্টসের সঙ্গে তা জুড়ে গিয়েছে। অর্থাৎ, এই মৌসুমে  জিয়োহটস্টার অ্যাপে এই খেলা দেখানো হতে পারে।

ক্রিকেট পরিবারের সদস্য হয়ে ক্রিকেটে নতুন দায়িত্ব নিয়ে খুশি সারা। তিনি বলেন, ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই-স্পোর্টস খুবই মজার। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের দলের মালিক হয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে। নতুন নতুন প্রতিভার সঙ্গে যুক্ত হয়ে একটা ভালো দল তৈরি করার চেষ্টা করব। আশা করছি, সামনের দিনে আরও অনেকে এই খেলায় উৎসাহিত হবে।

অবসর নেওয়ার পরেও খেলা ছাড়েননি শচীন। লিজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন তিনি। পাশাপাশি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরের ভূমিকায় রয়েছেন। শচীনের পুত্র অর্জুন টেন্ডুলকারও আইপিএলে মুম্বাইয়ে খেলেন। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন গোয়ার হয়ে। এবার পরিবারের আরও এক জন যুক্ত হলেন ক্রিকেটে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ