গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধিনে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মীরা ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করেন। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তথ্য মতে, ছুটি চলাকালীন সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৫ টি, পদুম শহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৫ টি, ঘুড়িদহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১ টিসহ মোট ১১টি স্বাভাবিক প্রসব সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
পাশাপাশি সাঘাটা উপজেলার ৪৫ জন গর্ভবর্তী মা প্রসবপূর্ব সেবা ও ৪০ জন নবজাতক শিশুর মাকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়।
এছাড়াও মাঠ পর্যায়ের পরিবার কল্যাণ সহকারীরা ১১৫ ডোজ ইনজেকট্যাবল, ২১৮ সাইকেল খাবার বড়ি ও ৭২৫ পিস কনডম বিতরণ করেন।
ঈদ-উল ফিতরের লম্বা ছুটিতেও মাঠ পর্যায়ের কর্মীরা এবং উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মীরা আন্তরিকতার সাথে সেবা প্রদানের মাধ্যমে স্বাস্থ্য সেবা কার্যাক্রমকে গতিশীল রেখেছেন।