লাস্যময়ী অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীকে দেখা গেল সাদা শাড়ির লুকে। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনের ব্যাপারেও বেশ সচেতন তিনি। একঢাল কালো চুল, সুন্দর মুখশ্রী আর স্টাইলের সমন্বয়ে দেশি-বিদেশি লুকে নজর কাড়ছেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে। শাড়ির লুক থেকে শুরু করে সুপার ট্রেন্ডি ওয়েস্টার্ন সাজপোশাক—সবকিছুতেই মন্দিরা সমান আকর্ষণীয়। তবে শাড়িতে একটু বেশিই আবেদনময়ী এই অভিনেত্রী। মন্দিরার ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিগুলো সে কথা বলছে।
সাদা শিফন শাড়িতে আবেদন ছড়াচ্ছেন যেন নায়িকা। পার্লকোর বা মুক্তার থিমে সেজে উঠেছেন তিনি
শাড়ির চিকন পাড়জুড়ে মুক্তার কারুকাজ ফুটে উঠেছে
এর সঙ্গে বিশেষ নজর কাড়ছে মন্দিরার স্টেটমেন্ট ব্লাউজটি
মুক্তাসজ্জিত ব্লাউজ পরেছেন নায়িকা।সামনের অংশে নিখুঁতভাবে বসানো হয়েছে মুক্তা। আর ছোট–বড় মুক্তা আর সবুজ বিডসের ডিটেইলিং দেওয়া হয়েছে ব্লাউজটির ব্যাকে । দেখে মনে হচ্ছে, বডি জুয়েলারিতে সেজেছেন তিনি
শাড়ির সঙ্গে তাঁর সাজের অন্যতম আকর্ষণ লাল লিপস্টিকে রাঙানো ঠোঁট। আইল্যাশ পরা চোখ সাজিয়েছেন মাশকারা আর হালকা কাজলে। আর করেছেন মেসি পনিটেল হেয়ারস্টাইল
এই আকর্ষণীয় পোশাকের সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন হীরা ও পান্নার দুল। হাতে একই ডিজাইনের আংটি আর সবুজ বালা শোভা পাচ্ছে।
যেকোনো পার্টি লুকের জন্য মন্দিরার এই সাজপোশাক অনুপ্রেরণা হতে পারে। একরঙা শাড়ির সঙ্গে শুধু একটা স্টেটমেন্ট ব্লাউজে স্টাইল হবে ষোলআনা