গাইবান্ধা র্যাব-১৩, সিপিসি-৩ গোপন সংবাদেরভিত্তিতে গাইবান্ধার জেলার সাদুল্যাপুর উপজেলায় নিয়মিত টহল ডিউটি করাকালীন তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে ৪ নং জামালপুর ইউনিয়নের হামিন্দপুরের কইপাড়া মোড় সংলগ্ন শুভ টেলিকম এর সামনে নলডাঙ্গা হতে সাদুল্যাপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ।
গতকাল সোমবার বেলা আড়াইটার সময় মোটরসাইকেল তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে এবং দুটি মটরসাইকেল জব্দ করে। এসময়
আব্দুল কাইয়ুম (৪৮), পিতা-মোঃ রহম আলী শেখ, মাতা-ফিরোজা বেগম ও মো: খোকন শেখ (৪২), পিতা-মোঃ রহম আলী শেখ, মাতা- ফিরোজা বেগম কে আটক করে । তাদের বাড়ি রংপুর শহরের জম্মাপাড়ায়।
বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।