সর্বশেষ
বিচার না হলে জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না : জামায়াতের আমির
ইন্টারনেট ব্যবহারকারীরা সুখবর পেতে যাচ্ছেন!
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না : মির্জা ফখরুল
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা বিকেলে
এআই সাংবাদিকতার স্থান নিতে পারবে না: ইতালীয় সংবাদপত্রের সম্পাদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ
চা-বাগান জ্বলছে খরায় 
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
আরএসএস প্রচারকরা বিয়ে করেন না, সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও
হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বিসিআইসিতে বিশাল নিয়োগ, আবেদন করুন দ্রুত

আবারও একসঙ্গে মেসি-দি মারিয়া?

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি আর আনহেল দি মারিয়া, দুজন মিলে আর্জেন্টিনার জার্সিতে একসঙ্গে খেলেছেন অনেক বছর। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন অনেকগুলো ট্রফি। তবে গেল কোপা আমেরিকা শেষে দি মারিয়ার অবসরের পর থেকে দুজনকে একসঙ্গে মাঠে খেলার দৃশ্য দেখা যায়নি আর। তবে বছর না ঘুরতেই দুজনকে আবার একই জার্সিতে মাঠে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

না, আর্জেন্টিনার জার্সিতে আর নয়। সে অধ্যায় গেল বছরই শেষ করে ফেলেছেন আর্জেন্টাইন তারকা দি মারিয়া। এরপর কোচ, সতীর্থদের আহ্বানের পরও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন বর্তমানে বেনফিকায় খেলা এই উইঙ্গার।

তার সঙ্গে মেসিকে দেখা যেতে পারে মেসির বর্তমান দল ইন্টার মিয়ামিতে। মাঝমাঠের খেলোয়াড় হিসেবে তাকে ভাবনায় রেখেছেন কোচ হাভিয়ের মাসচেরানো।

তবে তিনি অবশ্য দলটার প্রথম পছন্দ নন। ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকে এখানে চাইছে দলটা। তার সঙ্গে সিটির চুক্তি শেষ হচ্ছে চলতি গ্রীষ্মেই। সেখানে তার সাপ্তাহিক বেতন ৪ লাখ পাউন্ড। তাকে এমএলএস ক্লাব সান দিয়াগো এফসি নিতে চেয়েছিল, তবে বড় বেতনের কারণে তাকে নিতে পারছে না। ফলে সুযোগ তৈরি হয়েছে ইন্টার মিয়ামির জন্য।

তবে ইন্টার মিয়ামির দলে এরই মধ্যে তিনজন বড় বেতনের রয়েছেন— মেসি, লুইস সুয়ারেজ ও সের্হিও বুসকেটস। তাই ডি ব্রুইনার মতো তারকাকে দলে নিতে গেলে তার বেতনে বড় রকমের ছাড় দিতে হবে। মূলত এ কারণেই দি মারিয়ার নাম চলে আসছে আলোচনায়।

দ্য টাইমস জানিয়েছে, ইন্টার মিয়ামি দি মারিয়াকে দলে নেওয়ার পরিকল্পনা করছে। ৩৭ বছর বয়সী এই উইঙ্গার আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ১৭ বছর মেসির সঙ্গে খেলেছেন এবং ২০২২ সালে একসঙ্গে জিতেছেন বিশ্বকাপ।

দি মারিয়ার বর্তমান চুক্তি শেষ হচ্ছে পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে। জানা গেছে, তিনি ইতোমধ্যে মিয়ামিতে বাড়িও দেখে এসেছেন। তবে বর্তমানে তিনি আরও এক বছর ইউরোপে থাকতে চান বলে জানিয়েছেন। সেক্ষেত্রে মেসি-দি মারিয়াকে একসঙ্গে দেখার অপেক্ষাটা বাড়বে আরও একটু।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ