অভিনেত্রী মুমতাহিনা টয়া ঘুরে বেড়াতে খুবই ভালোবাসেন। দেখা যায় তাঁকে দেশ-বিদেশে অবকাশযাপনে। আর ভ্রমণগন্তব্যের ক্ষেত্রে টয়ার প্রথম পছন্দ সমুদ্র। দেশ-বিদেশের সমুদ্র সৈকতে নানা স্টাইলিশ লুকে তিনি প্রায়ই ছবি শেয়ার করেন ভক্ত ও অনুসারীদের সঙ্গে। আর এই লুকগুলো বলে দিচ্ছে, সাগরপাড়ে টয়া মানেই একরাশ আকর্ষণ।
সাদা টপ আর ম্যাচিং ফ্লোউই স্কার্টের মোহনীয় লুকে টয়া
কালো ব্রালেটের ওপরে হাই নেক ফ্লোরাল জর্জেটের ড্রেস পরেছেন টয়া। সঙ্গে মানানসই রোদচশমা
স্লিভলেস টপ আর ম্যাচিং স্কার্টের প্রিন্টে সামার ভাইব। কানের ঝোলানো হলুদ দুল নজর কাড়ছে
টাইডাই ডিজিটাল প্রিন্টের এই শাড়ির লুকটি সত্যিই আলাদা রকমের আকর্ষণ ছড়াচ্ছে
নীল কাট আউট ড্রেসে আর ক্যাট আই রোদচশমায় টয়া
এখানে এই অভিনেত্রী পরেছেন হলটারনেক বডিকন নিটওয়্যার ড্রেস। ক্রসবডি ব্যাগ আর শেডসে স্মার্ট লুকে এসেছে
সবুজ স্ট্র্যাপলেস ড্রেসে বডিকন ডিজাইন । ওপরে লেয়ারিং করেছেন টয়া স্প্রিং গ্রিন জ্যাকেট দিয়ে
স্লিভলেস এই হলুদ ড্রেস আর ফ্লিপফ্লপে বিচ ভাইব দিচ্ছেন টয়া
স্ট্র হ্যাট আর ট্রেন্ডি সানগ্লাসের সঙ্গে সাদা-কালো প্রিন্টের জাম্পস্যুটে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে
ঠিকঠাক বিচওয়্যারেও দেখা দেন টয়া। কিছুটা লম্বা দৈর্ঘ্যের মনোকিনি আর শেডসে দারুণ মানিয়েছে তাঁকে
ছবি: টয়ার ইন্সটাগ্রাম