সর্বশেষ
ইন্টারনেট ব্যবহারকারীরা সুখবর পেতে যাচ্ছেন!
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না : মির্জা ফখরুল
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা বিকেলে
এআই সাংবাদিকতার স্থান নিতে পারবে না: ইতালীয় সংবাদপত্রের সম্পাদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ
চা-বাগান জ্বলছে খরায় 
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
আরএসএস প্রচারকরা বিয়ে করেন না, সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও
হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বিসিআইসিতে বিশাল নিয়োগ, আবেদন করুন দ্রুত
উর্বশীর বিস্ময়কর দাবিতে রেগে গেলেন পুরোহিতরা

শি জিনপিংয়ের পাল্টা ব্যবস্থায় চটেছেন ট্রাম্প, শুল্ক এক ধাক্কায় ১০৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রথমে চীনের ওপর ৬৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রকে এই শুল্কনীতি থেকে বেরিয়ে আসার জন্য পাল্টা ব্যবস্থার ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এতে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ করা হলো। যা আজ থেকেই এটি কার্যকর হচ্ছে।

আজ বুধবার (৯ এপ্রিল) হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

এর আগে সোমবার চীনের প্রতি সতর্কতা উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা (চীন) যদি আমেরিকান পণ্যের ওপর নতুন করে আরোপ করা ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে তাহলে তাদের ওপর আরও শুল্ক চাপানো হবে।

চীনের ওপর বাড়তি শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, চীনের প্রতিশোধ নেওয়াটা ভুল ছিল। আমেরিকা অক্রান্ত হলে প্রেসিডেন্ট আরও দৃঢ় পদক্ষেপ নেন। এজন্যই আজ মধ্যরাত থেকে চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হবে।

চীনের সঙ্গে প্রেসিডন্ট ট্রাম্প বাণিজ্য চুক্তি করবেন কি না- এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন, চাইনিজরা চুক্তি করতে চায়। তারা কেবল জানে না এটা কীভাবে করতে হবে।

গত সপ্তাহে চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর তারাও আমদানিকৃত সব আমেরিকান পণ্যের ওপর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। চীনের নেতারা চলমান বাণিজ্য যুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়ে যাওয়ার’ প্রতিশ্রুতি দেন।

চীনের প্রতিক্রিয়ার বিপরীতে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, কালকের মধ্যে যদি চীন তাদের নতুন করে আরোপিত ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাষ্ট্রও ৯ এপ্রিল থেকে চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক বাড়াবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ