শোবিজের দর্শকনন্দিত অভিনেতা নিলয় আলমগীর। ছোট-বড় দুই পর্দাতেই দর্শক মাতিয়েছেন অভিনেতা। নতুন নতুন গল্পে দর্শক তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখছে কিছুদিন পর পর। আর সেই সব চরিত্র দিয়ে পাচ্ছেন দর্শকদের প্রশংসাও।
এদিকে জিয়াউল ফারুক অপূর্ব অভিনয় করছেন ১৯ বছর ধরে। পেয়েছেন অসম্ভব জনপ্রিয়তা। টেলিভিশন নাটক এবং ওটিটি—দুই মাধ্যমেই সফল তিনি। তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত নাটক বড় ছেলে। যেটি দেখে কেঁদেছে হাজারও দর্শক।
এবার জিয়াউল ফারুক অপূর্বের রেকর্ড ভাঙলেন নিলয়। ৮ বছর আগে মুক্তি পাওয়া অপূর্বের বড় ছেলের রেকর্ড ভেঙেছে নিলয়ের শ্বশুর বাড়িতে ঈদ। এগারও মাস আগে ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটি ইতমধ্যে ৫৪ মিলিয়ন ভিউ হয়েছে।
নাটকটি পরিচালনা করেছেন মহিন খান। নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির সঙ্গে নাটকটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবেরী আলম প্রমুখ।