স্থানীয় নির্বাচন নিয়ে এখন ভাবছে না নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন অগ্রাধিকার পাবে বলে জানালেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (৯ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রবাসীদের ভোট নিতে পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং- এর বিষয়ে ভাবছে কমিশন৷ তবে এ ধরনের ভোটের ট্রায়ালের আগেই আটটি ধাপ পার করতে হবে। তবে তিন পদ্ধতিরই সবলতা ও দুর্বলতা আছে।
ইসি সানাউল্লাহ বলেন, আগামী ১০-১২ দিনের মধ্যে পদ্ধতিগুলো বিশ্লেষণ করে দুর্বলতা কাটাতে কমিটি কাজ করবে। এরপর বিভিন্ন স্টেক হোল্ডারদের মাঝে উপস্থাপন করা হবে। প্রবাসীদের ভোটে যুক্ত করতে কোনো একটি পদ্ধতিতে নয়, মিশ্র পদ্ধতি বা তিনটি পদ্ধতিই নিয়ে আসবো। ভোট দিতে চাইলে প্রবাসীদের রেজিস্ট্রেশন করতে হবে।