ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে বুধবার (৯ এপ্রিল) এক ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে। বর ও কনে যথাক্রমে এসএসসি পরীক্ষার্থী এবং দশম শ্রেণির শিক্ষার্থী হলেও বিয়ে সম্পন্ন হওয়ার আগেই আদালত উপস্থিত হয়ে তা বন্ধ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কনের বাড়িতে হাজির হয় এবং ঠিক কবুল বলার মুহূর্তে বিয়ের অনুষ্ঠান বন্ধ করতে নির্দেশ দেন।
এসময় কনের অভিভাবক মো. সামছুল হক এবং বরের অভিভাবক মো. শাহেদ মিয়াকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারা লঙ্ঘনের অভিযোগে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হয় যে, কনের ১৮ এবং বরের ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেওয়া হবে না।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করে বলেন, এটি বাল্যবিবাহের বিরুদ্ধে সরকারের ধারাবাহিক পদক্ষেপের অংশ।