বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক দেশ ও মানুষের কল্যাণে তারা সবসময় কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক আয়োজনে এসব বলেন তিনি। এদিন মানিকগঞ্জের হেলিকপ্টার তৈরি করা জুলহাসকে দ্বিতীয় দফায় সংস্কার কাজ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।
এসময়ে তিনি সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবীদের খুঁজে বের করে বিএনপি তাদের পাশে দাঁড়াবে বলেও আশ্বাস দেন। পাশাপাশি বিত্তবানদেরও এসব মেধাবীদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির এই নেতা। আর লাইব্রেরি স্থাপনের মাধ্যমে তরুণদের মেধা বিকাশ করার কথাও বলেন তিনি।