সর্বশেষ
ইন্টারনেট ব্যবহারকারীরা সুখবর পেতে যাচ্ছেন!
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না : মির্জা ফখরুল
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা বিকেলে
এআই সাংবাদিকতার স্থান নিতে পারবে না: ইতালীয় সংবাদপত্রের সম্পাদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ
চা-বাগান জ্বলছে খরায় 
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
আরএসএস প্রচারকরা বিয়ে করেন না, সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও
হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বিসিআইসিতে বিশাল নিয়োগ, আবেদন করুন দ্রুত
উর্বশীর বিস্ময়কর দাবিতে রেগে গেলেন পুরোহিতরা

মাগরিবের নামাজ চার রাকাত পড়লে করণীয় কী?

অনলাইন ডেস্ক

প্রশ্ন: মাগরিবের নামাজ ভুলে চার রাকাত পড়ে ফেললে করণীয় কি

উত্তর: মাগরিবের নামাজের তৃতীয় রাকাতে যদি ইমাম তাশাহুদ পরিমাণ বৈঠকে বসে থাকার পর, ভুলবশত দাঁড়িয়ে চতুর্থ রাকাত পড়ে ফেলেন তাহলে করণীয় হলো, শেষে সাহু সিজদা করা। সাহু সিজদা করলে নামাজ হয়ে যাবে এবং চতুর্থ রাকাতটি বাতিল বলে গণ্য হবে।

আর যদি সেক্ষেত্রে ইমাম সাহু সিজদাহ না করেন, তাহলে ওয়াক্তের মধ্যে নামাজ পুনরায় পড়া ওয়াজিব। ওয়াক্ত শেষ হয়ে গেলে আর পড়া যাবে না। নামাযটি অসম্পূর্ণভাবে আদায় হয়ে যাবে।

আর যদি ইমাম তৃতীয় রাকাতে তাশাহুদ পরিমাণ বৈঠক না করেন, তাহলে মাগরিবের নামাজ আদায় হবে না। পুনরায় আদায় করতে হবে।

মাগরিবের ওয়াক্ত কতক্ষণ থাকে?

পশ্চিম আকাশে আভা (সূর্যাস্তের পরে পশ্চিম দিগন্তে যে আলোকচ্ছটা থাকে তা) অদৃশ্য হওয়া পর্যন্ত ভিন্ন শব্দে বললে, ইশার ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। সাধারণত এক ঘন্টা থেকে সোয়া ঘন্টা এই সময়টুকু দীর্ঘায়িত হয়।

তবে সূর্যাস্তের পরপরই অল্পসময়ের মধ্যেই মাগরিবের নামাজ পড়ে নেওয়া উত্তম।

আবদুল্লাহ ইবনু আমর (রা.) বর্ণিত: তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- জোহরের সালাতের ওয়াক্ত শুরু হয় যখন সূর্য (মাথার উপর থেকে পশ্চিম দিকে) হেলে পড়ে এবং মানুষের ছায়া তার দৈর্ঘ্যের সমান হয়। আর আসরের সালাতের সময় না হওয়া পর্যন্ত তা থাকে।

আসরের সালাতের সময় থাকে সূর্য বিবর্ণ হয়ে সোনালি বা তাম্রবর্ণ ধারণ না করা পর্যন্ত। মাগরিবের সালাতের সময় থাকে সূর্যাস্তের পর সন্ধ্যা গোধূলি বা পশ্চিম দিগন্তে উদ্ভাসিত শুভ্রতা অথবা লালিমা অন্তর্হিত না হওয়া পর্যন্ত।

ইশার সালাতের সময় থাকে অর্ধরাত্রি অর্থাৎ- মধ্যরাত পর্যন্ত। আর ফজরের সালাতের সময় শুরু হয় ফজর বা ঊষার উদয় থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত। অতএব সূর্যোদয়ের সময় সালাত আদায় করা বন্ধ রাখবে। কারণ সূর্য শয়তানের দু’ শিঙয়ের মধ্যখানে উদিত হয়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ