সর্বশেষ
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের পাশে বসুন্ধরা শুভসংঘ
নির্বাচন যথা সময়ে না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে: কর্নেল অলি

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়েজার এবার বলিউডে অভিষেক

বিনোদন ডেস্ক

পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে আয়েজা খান একজন।  জনপ্রিয় এ পেশাগতভাবে পরিচিতি পেলেও তার আসল নাম কানজা খান। তিনি অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও বেশ পরিচিত। দেশটির অনেক শিল্পী বলিউডে কাজ করলেও তাকে কখনো দেখা যায়নি। তবে এবার আয়েজাকে বলিউডের সিনেমায় অভিনয়ে দেখা যাবে— এমন ইঙ্গিত দেন তারকা অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে বলিউডের সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দেন আয়েজা খান। সেই পোস্টটি ঘিরেই আলোচনা চলছে। তবে কবে, কোন সিনেমায় তাকে দেখা যাবে, তা এখনো খোলাসা করেননি অভিনেত্রী।

উল্লেখ্য, ২০০৯ সালের দিকে অভিনয়ে নাম লেখান আয়েজা খান। প্রায় আড়াই দশকের ক্যারিয়ারে ‘ছুপকে ছুপকে’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’সহ বেশ কয়েকটি আলোচিত ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন আয়েজা খান। ২০১৪ সালে, খান গুগলে দেশের দ্বিতীয় সর্বাধিক অনুসন্ধান করা অভিনেত্রী ছিলেন আয়েজা খান। ২০২০ সালে অভিনেত্রীকে হ্যালো পাকিস্তানের HOT100 তালিকায় “ট্রেলব্লেজার্স” বিভাগে স্থান দেওয়া হয়েছিল।

অভিনেত্রী হিমালয়, ডাবর, হারপিক ও লাইফবয় এর মতো বেশ কয়েকটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। এ ছাড়া ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণ করা পাকিস্তানি সেলিব্রিটিও ছিলেন তিনি, যতক্ষণ না ২০২৪ সালে হানিয়া আমির তাকে ছাড়িয়ে যান ।

২০১৪ সালে নাটক, ধারাবাহিক, প্যারায় আফজালে তার অভিনয় তাকে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দেয়। বলিউডে তাকে অনেক চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। বিয়ের পর তিনি কিছু দিনের জন্য ইন্ডাস্ট্রি থেকে বিরতি নিয়েছিলেন। পরে তিনি দুই বছরের ব্যবধানে ইমরান আব্বাসের বিপরীতে ট্র্যাজিক রোমান্স, তুম কোন পিয়াতে অভিনয় করেন। তার ধারাবাহিক “কোই চাঁদ রাখ”-এ ইমরান আব্বাস, মুনিব বাট এবং আরিবা হাবিব ছিলেন।

২০১৯-২০ সালের রোমান্টিক নাটক মেরে পাস তুম হোতে তার অভিনয়ের জন্য তিনি সেরা টেলিভিশন অভিনেত্রীর জন্য পাকিস্তান আন্তর্জাতিক স্ক্রিন পুরস্কার অর্জন করেন। ২০২১ সালে তিনি ওসমান খালিদ বাটের বিপরীতে কমেডি সিরিয়াল চুপকে চুপকেতে শিশুসুলভ আচরণের সঙ্গে একজন সুখী-ভাগ্যবান মেয়ের চরিত্রে অভিনয় করেন। বাটের সঙ্গে তার অন-স্ক্রিন রসায়নের জন্য প্রশংসা পান এবং সেরা অভিনেত্রীর জন্য হাম পুরস্কার এবং সেরা টিভি অভিনেত্রীর জন্য লাক্স স্টাইল পুরস্কার জিতে নেন।

২০২৩ সালে বাফার মেহমুদের নাটকীয় সিনেমায় তার অভিনয় ‘মেইন’, যেখানে তিনি ওয়াহাজ আলীর বিপরীতে একজন অহংকারী নারীর চরিত্রে অভিনয় করেছিলেন। এতে তিনি সমালোচক ও দর্শকদের দ্বারা সমালোচিত হয়েছিল। এ ছাড়া তিনি ‘জান-এ-জাহান’ সিনেমায় হামজা আলী আব্বাসির বিপরীতে একজন উগ্র ও দয়ালু নারীর চরিত্রে অভিনয় করেন, যেখানে তিনি ‘পেয়ারে আফজাল’ -এর পর তাদের দ্বিতীয় যৌথ প্রজেক্টে অভিনয় করেছেন। ২০২৫ সালে আয়েজা বিখরা মেরা নসিবের পর তাদের দ্বিতীয় প্রজেক্টে ফিরোজ খানের বিপরীতে হুমরাজ সিনেমায় উপস্থিত হতে চলেছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ