সর্বশেষ
যেখানে পুতুলও ফিলিস্তিনি শিশুদের পক্ষ নেওয়ার অধিকার রাখে না!
রাখাইনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার মানবিক করিডরে বিতর্ক
তীব্র গরমে বেলের শরবত খেলে যেসব উপকার পাবেন
গরমে ত্বক সুন্দর রাখতে যা করবেন
অজিল্যান্ডের কনে দেখা আলো আর রোদের ছটায় মোহনীয় সাফা
চল্লিশ ছুঁই ছুঁই রাধিকার যত বোল্ড লুক
সিগারেট খেলে ১০ সেকেন্ডের মধ্যে যা হয়
ঠোঁট ও জিহ্বায় ঘা, কারণ কী?
দরুদ পাঠের সওয়াব
মামলা করতে এলে সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই: আইজিপি
তাইজুলের ঘূর্ণিতে স্বস্তিতে দিন শেষ করলো বাংলাদেশ
রেমিট্যান্সের জোয়ারে কমছে ডলারের দাম, জেনে নিন কত হলো
চাকরি দিচ্ছে আড়ং, উৎসব বোনাস ও স্বাস্থ্য বিমাসহ আছে বিভিন্ন সুবিধা
ঝালকাঠিতে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু

‘মার্চ ফর গাজা’য় বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি

অনলাইন ডেস্ক

গাজায় ইসরাইলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্রে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ (ইসরাইল ব্যতীত) লেখাটি আবারও উল্লেখ করার দাবি জানানো হয়েছে।

শনিবার বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে ঘোষণাপত্রে বাংলাদেশের সরকারের প্রতি এ দাবি জানান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশের সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানিয়ে বলা হয়, ইসরাইল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরও সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে, সরকারের ইসরাইলি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যত চুক্তি হয়েছে, তা বাতিল করতে হবে, রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে, সব সরকারি প্রতিষ্ঠানে এবং আমদানিনীতিতে জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা দিতে হবে, জায়নবাদের দোসরদের ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে, যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয়—বরং আন্তর্জাতিক জায়নিস্ট ব্লকের অন্যতম দোসর।

আরও বলা হয়, পাঠ্যবই ও শিক্ষানীতিতে আল-আকসা, ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে।

কারণ—রাষ্ট্র কেবল সীমানা নয়, রাষ্ট্র এক আমানত। আর এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস কাউকেই ক্ষমা করে না।

আমাদের সর্বশেষ দাবিগুলো নিজেদের প্রতি, যা মূলত একটি অঙ্গীকারনামা। আমরা বিশ্বাস করি, আল-কুদসকে বল একটি শহর নয়—এটি ঈমানের অংশ।

আমরা জানি, বাইতুল মোকাদ্দাসের মুক্তি অন্য কারো হাতে নয়—আমাদেরই কোনো প্রজন্মের হাতে তা লেখা হবে। আমরা বুঝি, জায়নবাদের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্ম বিস্মৃতির ফল।

আজ যদি আমরা প্রস্তুত না হই, তাহলে আল্লাহ না করুন; কাল আমাদের সন্তানেরা হয়তো এমন এক বাংলাদেশ পাবে, যেখানে হিন্দুত্ববাদ ও জায়নবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে।

গাজা আমাদের জন্য এক আয়না—যেখানে আমরা দেখতে পাই, কিভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকা নয়, সংগ্রামে দৃঢ় থাকা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ