চ্যাটজিপিটি-তে বড় এক পরিবর্তন এনেছে এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এবার থেকে ব্যবহারকারীদের সঙ্গে পূর্বের সব ধরনের কথোপকথন মনে রাখতে পারবে এআই চ্যাটবটটি। ‘মেমরি’ নামের এই নতুন ফিচারটি চ্যাটজিপিটির উত্তরকে আরও বেশি কাস্টমাইজড ও প্রাসঙ্গিক করে তুলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, এটি প্রথমবারের মতো এমন একটি আপডেট যেখানে টেক্সট, ভয়েস ও ইমেজ—তিনটি মাধ্যম একত্রে ব্যবহার করে কাজ করবে চ্যাটজিপিটি।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক্স (সাবেক টুইটার)–এ এক পোস্টে লিখেছেন, “আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি ব্যবহারকারীর জন্য একটি সম্পূর্ণ ব্যক্তিগতকৃত এআই সহকারী তৈরি করা।” তিনি আরও বলেন, “এটি এমন এক ফিচার, যা নিয়ে আমরা রোমাঞ্চিত। কারণ, ভবিষ্যতের এআই আপনাকে আজীবন চিনবে এবং আরও কার্যকর ও ব্যক্তিগত হয়ে উঠবে।”
বর্তমানে শুধুমাত্র চ্যাটজিপিটির পেইড ব্যবহারকারীরাই নতুন এই স্মৃতি ফিচারটি উপভোগ করতে পারছেন। প্রো ব্যবহারকারীদের জন্য এটি দ্রুত চালু হচ্ছে এবং শিগগিরই প্লাস ব্যবহারকারীদের কাছেও পৌঁছে যাবে বলে জানিয়েছেন অল্টম্যান।
তবে ওপেনএআই স্পষ্ট করেছে, এখনই বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি চালুর কোনও পরিকল্পনা তাদের নেই। যদিও অতীতে অনেক প্রিমিয়াম ফিচার পরবর্তীতে ফ্রি সংস্করণেও আনা হয়েছে।
নিরাপত্তা ও প্রাইভেসি নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে ও সুইস গ্রাহকদের জন্য মেমরি ফিচারটি চালু করতে কিছুটা সময় লাগবে। ওপেনএআই জানায়, এসব দেশে ইউরোপীয় কমিশনের শর্ত পূরণ করলেই ফিচারটি চালু করা হবে।
ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার দিকটিও গুরুত্ব দিয়েছে ওপেনএআই। চাইলে যেকোনো সময় এই স্মৃতি ফিচার বন্ধ করে রাখা যাবে এবং নির্দিষ্ট আলাপ সংরক্ষণ না করতে চাইলে ‘টেম্পোরারি চ্যাট’ মোড ব্যবহারের সুযোগও থাকছে।