সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

ত্বকের যত্ন নিয়েও আশানুরূপ ফল পাচ্ছেন না, মিলিয়ে দেখুন কারণগুলো

অনলাইন ডেস্ক

নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার পরও যখন কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, মানে ত্বক সুন্দর হয় না তখন ভাবনায় আসে – যেভাবে যত্ন নিচ্ছি সেটা ঠিক আছে তো।

ত্বক উজ্জ্বল ও চকচকে করার জন্য কত ধরনের প্রসাধনীই তো আমরা ব্যবহার করি। এজন্য অবশ্য নিয়মিত ত্বকের যত্ন নেওয়াটাও জরুরি। আর সেই যত্ন নেওয়ার পরও যখন কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, মানে ত্বক সুন্দর হয় না তখন ভাবনায় আসে – যেভাবে যত্ন নিচ্ছি সেটা ঠিক আছে তো। যে প্রসাধনী ব্যবহার করছি সেগুলো ঠিক আছে তো। সঠিক ফলাফল না পাওয়ার এমন আরও অনেক কারণ আছে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে।

ত্বকের ধরন বুঝে প্রসাধনী ব্যবহার না করা

ইন্টারনেটে কোনো প্রসাধনীর খুব ভালো রিভিউ দেখে বা ট্রেডিং ভেবে সেটা আপনি কিনে ফেললেন। কিন্তু ব্যবহারের পর দেখলেন কোনো উপকারই পাচ্ছেন না। কারণ আপনি নিজের ত্বকের ধরন না জেনে শুধু রিভিউ দেখেই প্রসাধনী কিনেছেন। সবার ক্ষেত্রেই যে এক প্রসাধনী কাজ করবে তা নয়। কারণ একেকজনের ত্বকের ধরন একেকরকম। প্রতিটি ত্বকের প্রয়োজন আলাদা আলাদা যত্ন। এ জন্য শুরুতে জানতে হবে ত্বক সম্পর্কে, এরপর বেছে নিতে হবে প্রসাধনী।

দ্রুত প্রসাধনী বদলানো

একটি স্কিনকেয়ার প্রোডাক্ট কার্যকরী ফলাফল দেয়ার জন্য এক থেকে তিন মাস পর্যন্ত সময় নিতে পারে। তাই এজন্য ত্বককেও কিছুটা সময় দিতে হবে। যে যে নিয়মে প্রসাধনী ব্যবহার করছেন, সেটা ঠিকঠাক করতে থাকুন, ধৈর্য ধরুন, এক প্রসাধনী থেকে অন্য প্রসাধনী সম্পর্কে অল্প সময়ে বারবার অভিযোগ করা থেকে বিরত থাকুন। ভিটামিন সি বা রেটিনল যুক্ত প্রসাধনী সঠিক ভাবে কাজ করতে। কখনো কখনো ছয় মাস পর্যন্ত সময় নিতে পারে।

ভুল পদ্ধতিতে প্রসাধনী ব্যবহার

ত্বকের যত্ন নেওয়ার পরও আশানুরূপ ফল না পাওয়ার আরও একটি কারণ হতে পারে সঠিক নিয়মে বা পরিমাণে ব্যবহার না করা। এটা একটা জার্নির মতো। সঠিক পরিমাণ বুঝে ব্যবহার না করলে ত্বকের ক্ষতি হতে পারে। প্রসাধনীর পরিমাণ কতটুকু হবে তা আসলে নিজেকেই বুঝতে হবে। আবার প্রসাধনীর সঙ্গে থাকা নির্দেশনাগুলো ভালোভাবে খেয়াল করলেও প্রসাধনী ব্যবহারের পদ্ধতি ও পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

নিয়মিত ত্বকের যত্নের রুটিন মেনে না চলা

ত্বকের ক্ষতির অন্যতম একটি কারণ হচ্ছে নিয়মিত ত্বকের যত্ন না নেওয়া। ‘কনসিস্টেন্সি ইজ দ্য কী’ এ কথা তো আমরা সবাই জানি। আপনি কোণ প্রসাধনী ব্যবহার করছেন সেটা জরুরি নয়। তবে ফলাফল বোঝার জন্য অপেক্ষাও করতে হবে।

মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা

আপনি সঠিক প্রসাধনী সঠিক নিয়মে ব্যবহার করছেন, মেনে চলছেন স্কিনকেয়ার রুটিন – এরপরও কোনো কাজ হচ্ছে না। হতে পারে প্রসাধনীটি মেয়াদোত্তীর্ণ। আর যদি এমনটা হয়, তাহলে সংবেদনশীলতা বা ইনফেকশন হওয়ার আশঙ্কাও থাকে। ড্রেসিং টেবিলে প্রসাধনী রয়েছে মানেই সেটি মেয়াদ শেষ হয়ে গেলেও কাজ করবে তা নয়। তাই প্রসাধনী কেনার সময় মেয়াদ দেখে নিন।

হরমোনের অসামঞ্জস্যতা

যদি হরমোনের অসামঞ্জস্যতা থাকে, তাহলে প্রসাধনী কাজ নাও করতে পারে। কারণ ত্বকে তেল উৎপন্ন করতে, কোলাজেন উৎপাদনে, ত্বকের নতুন কোষ তৈরিতে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এসবের অসামঞ্জস্যতা হলে প্রসাধনী কাজ করবে না। এজন্যে সবসময় প্রসাধনীকে দোষ দেয়া উচিত নয়। ত্বকের যত্ন ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্যই করা হয়। যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে তাহলে আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন, এরপর প্রসাধনী ব্যবহার করুন।

ছবি: পেকজেলসডটকম ও ইনস্টাগ্রাম

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ