৯, ১০ ও ১১ এপ্রিল প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হলো ‘বিঝু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, বিষু মেলা ২০২৫’। মিরপুর ১৩তে অবস্থিত শাক্যমুনি বৌদ্ধবিহারে তিন দিনের এই আয়োজন করা হয়।
পাহাড়ি পোশাক, গয়না ও খাবার নিয়ে এতে অংশ নেয় প্রায় ৪০জন উদ্যোক্তা।
এই মেলায় তুলে ধরা হয় পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক
পার্বত্য সংস্কৃতি প্রাণিত এই গয়নার দোকানটিতে ভিড় ছিল সব সময়
পাহাড়িদের ঐতিহ্যবাহী সব গয়না
পাহাড়ি পোশাকের পাশাপাশি মেলায় ছিল সমসাময়িক বিভিন্ন পোশাক সম্ভার
অনুষঙ্গ হিসেবে ছিল লেদারের বৈচিত্র্যময় সব ব্যাগ
খাবারের দোকানগুলোতেও ছিল উপচে পড়া ভিড়
হেবাং রেস্টুরেন্ট নামের একটি দোকানে পাওয়া যাচ্ছিল এই সিক্রেট ব্যাম্বু
মেলার একটি অংশে বসে ছিল পার্বত্য বাজার। সেখানে পাহাড়ি সবজির সঙ্গে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের শুটকি
ভুট্টা, মাছ ও বন মোরগের কাবাব
কলাপাতায় মোড়ানো ছাইনা পিঠা
খাবারের স্টলগুলোতে মুন্ডির চাহিদা ছিল সবচেয়ে বেশি
কাঁকড়া দিয়ে তৈরি কয়েকটি পদ
কলাপাতায় মোড়ানো বিন্নি চালের পিঠা
পাহাড়ি মোরগের মাংসের কাবাব