সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন নিহতের ঘটনায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, এনায়েতপুরের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক জামাল মীর (৫৫) ও এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম (৪৭)।
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি বলেন, মঙ্গলবার দুপুরে এনায়েতপুর মেডিক্যাল কলেজ এলাকা থেকে বিএনপি নেতা জামাল মীরকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাতে র্যাব-২ এর সদস্যরা ঢাকা থেকে যুবদল নেতা জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেন এবং মঙ্গলবার সকালে তাকে থানায় হস্তান্তর করেছেন। দুজনই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দুপুর ২টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ১৮ মার্চ সাবেক এমপি মেজর (অব:) মঞ্জুর কাদেরের সমর্থকরা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন। এ নিয়ে বিএনপির আরেকটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে ৭জন নেতাকর্মী আহত হন। ১৯ মার্চ রাতে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুর কাদেরের সমর্থক সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের (২৮) মৃত্যু হয়। সে চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে এবং সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। এ ঘটনায় নিহতের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও বিএনপি একাংশের ৮০-৯০ জন অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনার পরই এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও একই কমিটির সাবেক সদস্য সচিব মঞ্জুর শিকদারের দলে থাকা সকল পদ স্থগিত করেছে জেলা বিএনপি।