সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেলেও মানুষের জীবনে তার খুব একটা প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সার্বিকভাবে বাজার সহনীয় থাকায় এটাতে খুব সমস্যা হবে না বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে তেলের দাম নিয়ে ব্রিফিংয়ে এসব বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন, এখন মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রয়েছে, সিঙ্গেল ডিজিটে আছে। তেলের এই দামের ফলে মাসে ৭০ টাকার মত বেশি খরচ বাড়বে।
এদিন, প্রতি লিটার বোতলজাত তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা নির্ধারণ করে সরকার। প্রতি লিটার সয়াবিন তেলের দাম এর আগে ছিলো ১৭৫ টাকা। একইসাথে খোলা তেল লিটার ১৬৯ টাকা ও পাম অয়েল ১৪৯ টাকা লিটার বিক্রি করতে হবে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, গেলো কয়েকদিন থেকেই দুঃখজনকভাবে চালের দাম বাড়ছে। বোরোর নতুন চাল বাজারে আসলে দুই সপ্তাহের মধ্যে দাম কমে আসবে।