ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু করলে সরকারের ওপর বিএনপি সন্তুষ্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত ‘ডিসেম্বর ২০২৫ এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও সুনির্দিষ্ট রোড ম্যাপ’ এর দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে এখন যে ষড়যন্ত্র চলছে, নির্বাচন বিলম্ব হলে তা আরও বাড়বে।
একই কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা হারুন অর রশিদ বলেন, বাংলাদেশে কোনো অনির্বাচিত সরকার দীর্ঘায়িত হোক, তা দেশের মানুষ দেখতে চায় না। বিচারের কথা বলে নির্বাচন বিলম্ব করা যাবে না। বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার ষড়যন্ত্র করলে হাসিনার মতো দেশ থেকে পালিয়ে যেতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে।