সর্বশেষ
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের পাশে বসুন্ধরা শুভসংঘ
নির্বাচন যথা সময়ে না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে: কর্নেল অলি

আজ জিতলেই বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শেষের দিকে। অঘটন না ঘটলে বাংলাদেশ ও পাকিস্তানের কোয়ালিফায়ারের বাধা টপকে বিশ্বকাপের টিকিট হাতে পাওয়া নিশ্চিত হতে পারে আজই।

তবে অঘটন ঘটলে লড়াই অন্য দিকে মোড় নিতে পারে। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ঢুকে পড়বে বিশ্বকাপের টিকিট অর্জনের লড়াইয়ে।

বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের প্রথম ৩টি করে ম্যাচেই জয় পেয়েছে। উভয় দলের সংগ্রহে ৬ পয়েন্ট করে। তবে রেন রান-রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ রয়েছে পয়েন্ট তালিকার এক নম্বরে। পাকিস্তান রয়েছে দুই নম্বরে। তিন নম্বরে থাকা স্কটল্যান্ড ৪ ম্যাচে ২টি জয়-সহ ৪ পয়েন্ট সংগ্রহ করেছে।

চার নম্বরে থাকা আয়ারল্যান্ড ৪ ম্যাচে একটি জয়-সহ ২ পয়েন্ট সংগ্রহ করেছে। পাঁচে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচে একটি জয়-সহ ২ পয়েন্ট পকেটে পুরেছে। ছয় নম্বরে থাকা থাইল্যান্ড ৩ ম্যাচ খেলেও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে।

প্রতিটি দল টুর্নামেন্টে ৫টি করে ম্যাচ খেলবে। লিগ টেবিলের প্রথম ২টি দল বিশ্বকাপের টিকিট পাবে। সুতরাং, আয়ারল্যান্ড (একটি ম্যাচ বাকি) ও থাইল্যান্ডের (২টি ম্যাচ বাকি) পক্ষে ৬ পয়েন্টে পৌঁছে বাংলাদেশ-পাকিস্তানকে ছোঁয়া সম্ভব নয়। তাই তারা ইতিমধ্যেই বিশ্বকাপের আশা ছেড়েছে।

আজ ওয়েস্ট ইন্ডিজকে হারালে ৮ পয়েন্টে পৌঁছে যাবে এবং তারা অন্তত চারটি দল স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। সুতরাং, লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট সংগ্রহ করে নেবেন নিগার সুলতানারা এবং দৌড় থেকে ছিটকে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশ হারলে ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়ে টিকে থাকবে। যদিও সেক্ষেত্রেও বাংলাদেশে থাকবে প্রথম সারিতেই।

অন্যদিকে থাইল্যান্ডকে হারালে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে পাকিস্তানের। তবে পাকিস্তান হারলেও বিশ্বকাপের টিকিটের দৌড়ে টিকে থাকবে। সুতরাং, বৃহস্পতিবার যদি বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের ম্যাচ জিতে যায়, তবে তারা বিশ্বকাপের টিকিট হাতে পেয়ে যাবে এবং বাকিদের এবারের মতো হতাশ হতে হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ