বাংলা নববর্ষে টালিউড তারকারা সেজে উঠেছেন নবরূপে। সবার পরনে শাড়ি। কারণ, এই পোশাকেই বাঙালি নারীকে দেখতে সবচেয়ে বেশি আকর্ষণীয় ও সুন্দর লাগে। শাড়ির সঙ্গে সাজের সমন্বয়ে তাঁরা হয়ে উঠেছেন মোহময়ী। চলুন, দেখে আসি ১২ টালি সুন্দরীর বৈশাখের লুক।
ঋতাভরী চক্রবর্তী তাঁর বৈশাখের লুকে বেছে নিয়েছেন সোনালি জড়ি সুতার গোলাপি চেকার্ড শাড়ি। সঙ্গে জুটি হয়েছে স্লিভলেস ব্লাউজ। মেসি বান হেয়ারস্টাইলে শোভা বাড়িয়েছে জুঁই ফুলের মালা। গয়নায় সবুজের ছোঁয়া। আর ন্যুড মেকআপে আকর্ষণ কাড়ছে কাজলকালো চোখের সাজ ও লাল টিপ।
সাবেকি লুকে বৈশাখ উদ্যাপন করেছেন দর্শনা বণিক। স্ট্র্যাপলেস ব্লাউজের সঙ্গে আটপৌরে ঢঙে পড়েছেন সাদা–সোনালি জামদানি। সঙ্গে সোনার গয়না। ছেড়ে রাখা চুলের সঙ্গে মিনিমাল সাজ প্রাধান্য পেয়েছে তাঁর লুকে।
টালিউডের মিষ্টি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। বৈশাখের সাজে তিনি বেছে নিয়েছেন ফ্লোরাল মোটিফের লাল পেড়ে বেনারসি শাড়ি। সোনার গয়না পরেছেন সঙ্গে। সফট কার্ল হেয়ারস্টাইল আর মিনিমাল সাজে ফ্রেমে ধরা দিয়েছেন তিনি।
লাল শাড়ি ও সাদা ব্লাউজে নববর্ষকে বরণ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোনালি গয়না আর সফট গ্ল্যাম মেকআপে ক্যামেরাবন্দী হয়েছেন নায়িকা।
হালকা সোনালি শাড়িতে গর্জিয়াস মিমি চক্রবর্তী। ডিপ নেক ব্লাউজের সঙ্গে জারদৌসি আর কাটদানার কাজ করা এই ফ্লোরাল শাড়ির লুকে তাঁকে লাগছে অপূর্ব। পরেছেন সোনার গয়না।
কৌশানি মুখার্জির বৈশাখী সাজ পরিপূর্ণ হয়েছে মনোক্রম লুকে। সিকুইনের কাজ করা অরগাঞ্জা শাড়ি, গয়না আর সাজে একই রঙের স্নিগ্ধ আমেজ।
সদ্য বাগ্দান সেরেছেন টালিউডের এই জনপ্রিয় তারকা জুটি। অনন্যা গুহর পরনে লাল তাঁতের শাড়ি। আর সুকান্ত বেছে নিয়েছেন লাল সুতার এমব্রয়ডারি করা পাঞ্জাবি।
তৃনা সাহার পরনে জ্যামিতিক মোটিফের লাল–সাদা শাড়ি। অন্য রঙের খেলা আছে জমিনে। ডিপনেক ব্লাউজে জমকালো আমেজ। এর সঙ্গে সোনালি স্টেটমেন্ট দুল পরেছেন অভিনেত্রী। সেমি কার্ল হেয়ারস্টাইল, স্মোকি আই লুকও নজর কাড়ছে।
সাবেকিয়ানা লুকে বং সুন্দরী শোলাঙ্কি রায়। আটপৌরে স্টাইলে পরেছেন শাড়ি। রুপার গয়না আর লম্বা বিনুনিতে ধরা দিয়েছেন অভিনেত্রী।
স্বস্তিকা দত্তর পরনে গোলাপি পাড়ের সাদা শাড়ি। জমিনে মিনিমাল কাজ। আকর্ষণ কাড়ছে ডিপ নেক ব্লাউজ। স্লিক বান হেয়ারস্টাইলে শোভা পাচ্ছে জুঁই ফুলের মালা। কানে সোনালি স্টেটমেন্ট দুল। ন্যুড মেকআপে প্রাধান্য পেয়েছে কাজলকালো চোখের সাজ।
তাঁতের শাড়িতে সেজেছেন অভিনেত্রী পাওলি দাম। সাদা জমিনের পাড়ে লাল, সবুজ ও কমলা রঙের কাজ। সাদা ফ্লোরাল মোটিফের লাল ব্লাউজ হয়েছে সঙ্গী। দুই হাতে লাল চুড়ি আর সোনার বালা তাঁর। কানে সোনার স্টেটমেন্ট দুল আর পায়ে নূপুর। মিনিমাল সাজে প্রাধান্য পেয়েছে চোখের কাজল।
তাঁতের শাড়িতে সেজেছেন অভিনেত্রী পাওলি দাম। সাদা জমিনের পাড়ে লাল, সবুজ ও কমলা রঙের কাজ। সাদা ফ্লোরাল মোটিফের লাল ব্লাউজ হয়েছে সঙ্গী। দুই হাতে লাল চুড়ি আর সোনার বালা তাঁর। কানে সোনার স্টেটমেন্ট দুল আর পায়ে নূপুর। মিনিমাল সাজে প্রাধান্য পেয়েছে চোখের কাজল।