সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

হার্টের উপকারে প্রতিদিন কাঁচকলা খেতে পারেন

অনলাইন ডেস্ক

আপনি যদি হৃদরোগ থেকে দূরে থাকতে চান, তা হলে প্রতিদিন কাঁচকলা খান। হার্ট সুস্থ রাখতে সে ক্ষেত্রে ভরসা রাখতে পারেন কাঁচকলার ওপর। আর আপনি প্রতিদিন নিয়মিত কাঁচকলা খেলে একাধিক উপকারও পাবেন।

আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে হার্ট। আর এই অঙ্গটি শরীরের প্রতিটি প্রান্তে অক্সিজেন ও পুষ্টিসমৃদ্ধ রক্তকে পৌঁছে দেয়। তাই এ অঙ্গটির সুস্থ রাখা একান্ত জরুরি। তবে আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় আজকাল কম বয়সেই হার্টের অসুখ পিছু নিচ্ছে। তাই আপনি প্রাণ নিয়ে পড়ছেন টানাটানি। সে কারণে যেভাবেই হোক হার্টকে সুস্থ রাখতে উচিত। এর জন্য চাই কাঁচকলা।

আর এই কাজে সাফল্য পেতে চাইলে সবার আগে ফাস্টফুড, তেলসমৃদ্ধ বাড়ির খাবার, মদ ও ধূমপান ছাড়ুন উচিত। এর বদলে ভরসা রাখুন অত্যন্ত উপকারী কাঁচকলার ওপর। তাতেই আপনার হার্টের হাল ফিরবে। এবার আপনি বলতেই পারেন, ঠিক কীভাবে হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে কাঁচকলা? জেনে নিন প্রতিদিন কীভাবে কাঁচকলা খাবেন।

আপনি মনে রাখবেন— হার্টের জন্য সেরার সেরা হলো কাঁচকলা। হার্টের হাল ফেরাতে চাইলে অবশ্যই আপনার কাঁচকলা খাওয়া উচিত। কারণ এতে রয়েছে পটাশিয়ামের ভাণ্ডার। আর এই উপাদান রক্তনালিকে শান্ত করে রাখে। যার ফলে কমে প্রেশার। সেই সুবাদে হার্টের রোগ থেকে শুরু করে একাধিক জটিল অসুখ এড়িয়ে চলুন।

শুধু তাই নয়, এই কাঁচা ফলে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্টের গুণে কমে প্রদাহ। এমনকি এতে মজুত ফাইবার কোলেস্টেরল কমায়। যার ফলে কাছে ঘেঁষতে পারে না হৃদরোগ। তাই প্রতিদিন আপনার খাদ্যতালিকায় অবশ্যই কাঁচকলা রাখুন। কারণ এর মতো একটি খাবারকে জায়গা করে দিন, হার্টকে সুস্থ রাখুন। শুধু হার্টের হাল ফেরানোই নয়, এর পাশাপাশি আরও একাধিক উপকার।

আপনার শরীরের ওজন কমাতে চাই কাঁচকলা। ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, হার্টের অসুখসহ বিভিন্ন জটিল রোগ নিতে পারে পিছু। তাই যেভাবেই হোক ওজন কমাতে হবে। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে অত্যন্ত উপকারী কাঁচকলা। কারণ এতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান পেট ভরিয়ে রাখে। ফলে খিদে পায় কম। আর কম খেলে যে ওজন কমবে, এ কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

আপনি কি মাঝেমধ্যেই সর্দি, কাশির সমস্যায় ভুগে থাকেন? সে ক্ষেত্রে ভরসা রাখতেই পারেন কাঁচকলার ওপর। কারণ এতে রয়েছে ভিটামিন সির ভাণ্ডার। আর এই ভিটামিন ইমিউনিটি বাড়ায়। শুধু তাই নয়, এতে মজুত একাধিক অ্যান্টি-অক্সিডেন্টের গুণেও রোগপ্রতিরোধ ক্ষমতা ঠিক কাজ করতে পারে। তাই আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব কাঁচকলা খাওয়া শুরু করে দিন। তাতেই উপকার মিলবে হাতেনাতে।

এ ছাড়া কাচকলা খেলে সুগার থাকবে আপনার নিয়ন্ত্রণে। হাই ব্লাড সুগারে ভুক্তভোগীদের একাধিক খাবারে নিষেধ থাকে। তবে আপনারা যদি নিয়মিত এ কাঁচা ফল খেতে পারেন, সে ক্ষেত্রে অনায়াসে গ্লুকোজের মাত্রাকে বশে রাখতে পারবেন। আসলে এর গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম। শুধু তাই নয়, এতে ভালো পরিমাণে ফাইবারও রয়েছে। যে কারণে কাঁচকলা খেলে সুস্থ থাকে শরীর। কমে সুগার। তাই ডায়াবেটিস রোগীদের নিয়মিত এ খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

আর দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে কাঁচকলা। এতে ভিটামিন ‘এ’ সাহায্য করে। এর পাশাপাশি হাড়ের জোর ও এনার্জি বাড়াতে সাহায্য করে এই কাঁচা ফল। তাই আর সময় নষ্ট না করে নিয়মিত কাঁচকলা খান। তাতেই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে পারবেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ