শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে আশ্রয় দেওয়াই প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে নানাভাবে উসকানি দিচ্ছে প্রতিবেশী এই দেশটি।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের আয়োজনে ভারতে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, দেশে যেকোনো ধরনের অরাজকতা রোধ করতে প্রয়োজনীয় সংস্কার শেষে যতদ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। যেকোনো পরিস্থিতিতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মোকাবিলা করার দাবিও জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর