সর্বশেষ
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে

অনলাইন ডেস্ক

শীতকালের চেয়ে গরমে চুলের ক্ষতি হয় সবচেয়ে বেশি। প্রথমত অতিরিক্ত গরমের ফলে অতিবেগনি রশ্মি চুলের ক্ষতি করে বেশি। এ ছাড়া গরমে চুলের গোড়ায় ঘাম জমে থাকে, আর তাতে ধুলোময়লা লেগে মাথার ত্বকে নানারকম সংক্রমণও দেখা দেয়। ছত্রাক ও খুশকির সমস্যা যার মধ্যে অন্যতম। উভয় ক্ষেত্রেই চুলের গোড়া আলগা হয়ে যাওয়ার ভয় থাকে। আর চুলের ডগা ফেটেও যায়। তাই চুল ভালো রাখার জন্য মাথার ত্বক পরিষ্কার রাখা একান্তই জরুরি।

এই গ্রীষ্মের খরতাপে আবহাওয়ার সঙ্গে লড়াই করার জন্য চুলকে ভেতর থেকে পুষ্টি জোগানোরও প্রয়োজন। আর সে কারণে আপনার চুলকে ভেতর থেকে পুষ্টি জোগাতে সাহায্য করতে যে কয়েকটি ফল, যা বাজারে সহজেই পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক— যে ফল খেলে এই গরমেও আপনার চুলের ক্ষতি থেকে রক্ষা করে মসৃণ ও ঝলমলে উজ্জ্বল করা যায়।

এ মুহূর্তে গরমে নানারকম বেরিজাতীয় ফল পাওয়া যায়। যেমন— স্ট্রবেরি, ব্লুবেরি, আমলকী, আম, জাম, করমচা ও র্যাস্পবেরি ইত্যাদি। এর প্রত্যেকটিতেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’, যা চুলের স্বাস্থ্যের জন্য ভালো।

আমে রয়েছে ভিটামিন ‘এ’, ‘সি’ ও ‘ই’। এ ছাড়া রয়েছে ক্যালসিয়াম ও ফোলেটও। প্রত্যেকটি উপাদানই স্বাস্থ্যকর এবং চুল বৃদ্ধির জন্য জরুরি। তাই গরমে আম খেলে চুল ভালো থাকে।

আর পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ই’। এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে সাহায্য করে। এতে চুলের গোড়া মজবুত হয়। এবং ডগা ফাটা থেকে রক্ষা পাওয়া যায়। এ ছাড়া গরমে নানা কারণে চুল চট করে নষ্ট হয়ে যাওয়া থেকে মুক্তি মেলে।

আবার গরমে চুলের স্বাস্থ্য ভালো রাখতে তরমুজের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না। কারণ তরমুজে প্রচুর পরিমাণে পানি আছে। আর সে কারণে চুলের ভেতরের আর্দ্রতা বজায় রাখতে সবার আগে দরকার তরমুজ। চুল শুষ্ক হলে চুলপড়ার সমস্যাও দূর হয়।

এ ছাড়া পেয়ারায় আছে ভিটামিন ‘সি’ ও আয়রন। ভিটামিন ‘সি’ যেমন শরীরকে দূষণমুক্ত করে, তেমনি আয়রন চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে, যা চুল বৃদ্ধিতে সাহায্য করে।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ