নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সোমবার সকালে আওয়ামী লীগের তিন কর্মীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে আসামিদের আটক করা হয়েছে।
পুলিশের ধারণা, তারা হয়তো মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। আটকদের মধ্যে তিনজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
আটককরা হলেন, আবুল, (ছাত্র হত্যায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের সহযোগী) মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বলসহ সাতজন।
জানা যায়, সোমবার সকালে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সকালে শিবু মার্কেট থেকে সাতজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে তিনজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তারা টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে একত্রিত হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। আটকদের বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন।
সূত্র: সমকাল