দিনাজপুরের কাহারোলের স্কুলছাত্রী মাহি হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ১৩মাইল গড়েয়া বাজারে সড়কে প্রথমে শান্তিপূর্ণ মানববন্ধন করে এলাকাবাসী। পরে ওই সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
এসময় আন্দোলনকারীরা বলেন, মাহি হত্যার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করলেও দীর্ঘ দুই মাসেও পুলিশ অপর আসামিদের গ্রেপ্তার করেনি। তাই তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নিহতের পরিবারসহ এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি স্কুলছাত্রী মাহিয়া মাহি নিজ বাড়িতে নামাজরত অবস্থায় পেছন থেকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় মাহিরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। পরে এই ঘটনায় মাহির বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা করে।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর