কঙ্গনা শর্মা নাম তাঁর। মধ্য ত্রিশের এই মডেল ও অভিনেত্রী টুকটাক অভিনয় করছেন অনেক দিন ধরেই। তবে সম্প্রতি বলিউডকেন্দ্রিক পাপারাজ্জিদের হালের ফেভারিট হয়ে উঠেছেন আবেদনময়ী কঙ্গনা। আর এর কারণ তাঁর বিচিত্র সব বোল্ড লুক। আজকাল প্রায়ই ট্রেন্ডিংয়ে থাকছে এই সুন্দরীর স্টাইলিশ আর বিচিত্র সব সাজপোশাকের ছবি।
কমলা রঙের স্লিভলেস বডিকন মিনিড্রেসে কঙ্গনা শর্মা
এখানে কমলা শর্ট করসেট টপ আর কালো নেটের স্লিট প্যান্ট পরেছেন তিনি
সাদা ফো ফারের র্যাপ জড়িয়ে আবেদন ছড়াচ্ছেন কঙ্গনা
লাল ব্যাকলেস লুকের মিনিড্রেসের সঙ্গে নজর কাড়ছে রূপালি হিলস
কালো ব্রালেট্বের ওপরে সাদা নিটোয়্যার পরেছেন এই মডেল ও অভিনেত্রী
ডিপনেক কারুকাজ করা গাউনে আবেদনময়ী কঙ্গনা
সাদা টপের সঙ্গে লাল প্যান্ট স্যুটের বসলেডি লুক দেখা যাচ্ছে এখানে। সঙ্গে লাল হিলস
নেটের টিউবটপ আর প্যান্ট পরেছেন তিনি এখানে
শুধু একটি সাদা শার্টেই মোহনীয় কঙ্গনা
ছবি: কঙ্গনার ইন্সটাগ্রাম