নানা ঔষধি গুণে ভরপুর তুলসী পাতা। এ পাতার গুণাগুণ হয়তো বলে শেষ করা যাবে না। বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে প্রতিদিন একটি করে তুলসী পাতা চিবিয়ে খান। শুধু ঔষধি গুণ নয়, তুলসী পাতায় বাড়ে ত্বকের উজ্জ্বলতাও।
সুন্দর ও দাগহীন ত্বক পেতে আমরা কম খরচ করি না। দামি ক্রিম ব্যবহার করা থেকে শুরু করে পার্লারেও যাওয়া হয়। তবে তুলসী পাতা দিয়ে ঘরে বসেই বাড়ানো যাবে ত্বকের উজ্জ্বলতা। এমনকি এ পাতার কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
গ্রীষ্মকালে ত্বকের যত্নে তুলসী পাতা ব্যবহার করা যেতে পারে। এই সবুজ পাতাগুলি আপনার মুখ উজ্জ্বল করতে কাজ করবে। আপনি কীভাবে এগুলি ব্যবহার করতে পারেন তা এখানে জানুন। কীভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরে বসেই তুলসী পাতা ব্যবহার করবেন তা পাঠকদের জন্য তুলে ধরা হলো-
শুষ্ক ত্বক
উপকরণ: তুলসী গুঁড়ো, মধু ও নারিকেলের তেল
ফেসপ্যাক তৈরি করতে একটি পাত্রে তুলসী গুঁড়ো ও মধু মিশিয়ে নিন। তারপর এতে কয়েক ফোঁটা নারিকেলের তেল মিশিয়ে নেন। এ পেস্টটি মুখে লাগান এবং কমপক্ষে ১৫ মিনিটের জন্য রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করুন।
তৈলাক্ত ত্বকের জন্য
উপকরণ: তুলসী গুঁড়ো, মুলতানি মাটি ও গোলাপ জল
তুলসী গুঁড়ো, মুলতানি মাটি ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এটি মুখে ও ঘাড়ে লাগান। ১৫ মিনিট শুকাতে দিন। তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।
তুলসী টোনার
উপকরণ: তুলসী পাতা, জল ও প্রয়োজনীয় তেল
তুলসী পাতা পানিতে কয়েক মিনিট ফুটিয়ে নিন। তারপর পানি ঠান্ডা করে পাতা ছেঁকে নিন। এবার এ ফিল্টার করা জলে আপনার পছন্দের অ্যাসেনশিয়াল তেল যোগ করুন। তারপর মুখ পরিষ্কার করে ঠান্ডা টোনারটি মুখে লাগান। এ টোনার ছিদ্র পরিষ্কার করতে, প্রদাহ কমাতে ও ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।