২০২৪ সালের শেষটা রোহিত শর্মা তো বটেই, ভারতেরও ভালো কাটেনি। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ, এরপর অস্ট্রেলিয়ায় ব্যর্থ সফরের পর ভারতের অধিনায়ক হিসেবে রোহিতের শেষটাও অনেকেই দেখতে পাচ্ছিলেন। তবে এরপরও রোহিতের ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট, ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এমনটাই জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে ভারতের টেস্ট দল। এবার মিডল অর্ডারে রিজার্ভ হিসেবে অন্তত ছয়জন ব্যাটারের নাম উঠে এসেছে আলোচনায়। তবে কারা থাকবেন মূল স্কোয়াডে, তা নির্ভর করবে নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
অস্ট্রেলিয়া সফরে ১৭ জনের দল পাঠিয়েছিল বিসিসিআই। তবে ইংল্যান্ড সফরের পাঁচটি টেস্টে খেলোয়াড় সংখ্যা হতে পারে ১৫ বা ১৬। কারণ, একই সময়ে চলবে ‘ইংল্যান্ড লায়ন্স’ বিপক্ষে ‘ইন্ডিয়া এ’ দলের সিরিজ, যেখান থেকে সহজেই খেলোয়াড় ডাকা যাবে প্রয়োজনে।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটার এবার আলোচনায় আছেন। তাদের মধ্যে অন্যতম করুণ নায়ার, যিনি লাল ও সাদা—দুই বলেই ভালো খেলেছেন। তাকে রাখা হতে পারে এ দলে, ভালো করলে সুযোগ পেতে পারেন মূল টেস্ট স্কোয়াডেও।
যদি সবাই ফিট থাকেন, তাহলে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল এবং বিরাট কোহলি থাকবেন স্বাভাবিকভাবেই। অলরাউন্ডার হিসেবে এখনই জায়গা পেতে পারেন নীতিশ কুমার রেড্ডি। দুই জায়গা নিয়ে চিন্তা আছে নির্বাচকদের। এই জায়গায় সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে সাই সুদর্শন, শ্রেয়াস আইয়ার, রাজত পাতিদার, করুণ নায়ার, দেবদত্ত পাডিক্কাল, সরফরাজ খানদের দুই জনের।
সূত্র: যুগান্তর