সর্বশেষ
গ্রীষ্মে যা যা পরছেন বর্ষা
রানা প্লাজা ট্র্যাজেডি: এক যুগেও মেলেনি নিখোঁজদের হদিস, শেষ হয়নি বিচার
সরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, পদ ৬০৮টি
ভারতের কঠোর পদক্ষেপ, জবাব দিতে প্রস্তুতি পাকিস্তান
শিক্ষার্থীদের জন্য গুগলের ফ্রি এআই প্রিমিয়াম সেবা!
ইনশাআল্লাহ বলে তালাক দিলে কি তালাক হবে?
নবজাতকের গোড়ালির রক্ত পরীক্ষায় ধরা পড়বে ভবিষ্যতের রোগ
জটিল প্রকৃতির যৌনরোগ নির্মূলে বাজারে আসছে নতুন ওষুধ
বইপড়ুয়াদের আয়ু বেশি হয়, জানতেন?
এই স্টাইলিশ দক্ষিণি ডিভাকে চেনেন কি, দেখে নিন তাঁর এক ডজন লুক
পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা
কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ইবি শিক্ষার্থীদের অনশন
বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চলছে: তারেক রহমান
গণঅধিকার পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক
সিনিয়র অফিসার পদে লোক নেবে বিকাশ

জটিল প্রকৃতির যৌনরোগ নির্মূলে বাজারে আসছে নতুন ওষুধ

অনলাইন ডেস্ক

যৌনস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে। নারীপুরুষ, উভয়ের ক্ষেত্রেই যৌনরোগের আশঙ্কা সমান। রোগের উপসর্গ মারাত্মক পর্যায়ে চলে গেলে তা বন্ধ্যাত্বের কারণও হয়ে উঠতে পারে। যেমন গনোরিয়া রোগ বাসা বাঁধলে গোড়ায় তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। ধীরে ধীরে এর উপসর্গগুলো প্রকট হতে শুরু করে। সিফিলিস, গনোরিয়ার মতোসেক্সুয়ালি ট্রান্সমিটেট ডিজিজবা যৌনরোগ নির্মূল করতে পারে এমন অ্যান্টিবায়োটিক আসতে চলেছে বাজারে।

জেপোটিডাসিন নামে এক ধরনের অ্যান্টিবায়োটিক মূত্রনালির সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হত। এই ওষুধটির উপাদানেই পরিবর্তন এনে নতুনভাবে তৈরি করেছেন বিজ্ঞানীরা।

ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সির গবেষকেরা জানিয়েছেন, ওষুধটি এখন যৌনরোগের চিকিৎসাতেও ব্যবহার করা যাবে।দ্য ল্যানসেটমেডিক্যাল জার্নালে এই গবেষণার খবর প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, গবেষণাগারে ইঁদুরের ওপর পরীক্ষা করে সুফল পাওয়া গেছে। গনোরিয়ায় আক্রান্ত পুরুষ নারীকে ওষুধটি সেবন করে দেখা গেছে, তাদের অসুখ প্রায় ৯৩ শতাংশ নির্মূল হয়েছে।

নিসেরিয়া গনোরি নামক ব্যাক্টেরিয়ার কারণে গনোরিয়া রোগ হয়। মেয়েদের ক্ষেত্রে ঋতুচক্রের মাঝামাঝিস্পটিংদেখা দিতে পারে। প্রস্রাবের সময়ে জ্বালাভাব হয়। ঠিক সময়ে চিকিৎসা না করালে এই রোগ জরায়ু এবং ফ্যালোপিয়ন টিউবেও ছড়িয়ে পড়তে পারে। এবংটিউবাল প্রেগন্যান্সি আশঙ্কা বেড়ে যেতে পারে। রোগটি হলে মেয়েদের সন্তান ধারনে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। ছেলেদের ক্ষেত্রে প্রস্রাবের জায়গায় জ্বালা অনুভব হয়। রোগ বাড়াবাড়ি পর্যায়ে গেলে শুক্রাণু উৎপাদনও কমে যেতে পারে।

গনোরিয়া আছে, এমন ৬২৮ জন নারী পুরুষের ওপর ওষুধটির পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন গবেষক কেটি সিঙ্কা। তিনি জানান, মাস কয়েক ওষুধটি সেবনে দেখা গেছে, রোগ ৯০ শতাংশের বেশি সেরে গেছে। পাশাপাশি, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়েছে। তবে পরীক্ষা চলছে। সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি ওষুধটি বাজারে আনা হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ