খাদিজা পারভীন বর্ষাকে সবাই চেনেন তাঁর প্রযোজক ও অভিনেতা স্বামী অনন্ত জলিলের নায়িকা হিসেবেই। পর্দায় এখন তাকে সেভাবে দেখা না গেলেও বর্ষার আপডেট পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়।
কখনো এথনিক কখনো ওয়েস্টার্ন লুকে তিনি ফ্রেমে ধরা দেন। আর বর্ষার সুন্দর মুখশ্রী ও আকর্ষণীয় ফিগার সবসময় মুগ্ধ করে ভক্তদের। অনুষ্ঠানে আর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে বর্ষার কিছু ওয়েস্টার্ন লুক দেখে আসি চলুন।
পার্টি গাউন লুক
খুব সুন্দর একটা অফ শোল্ডার আর প্লিটেড পার্টি গাউনে পোজ দিয়েছেন নায়িকা। পায়ে শোভা পাচ্ছে সিলভার হাই হিল
গোলাপি শেডের লিপকালার আর কাজলে সেজেছেন। মাঝ সিঁথি করা পনিটেল হেয়ারস্টাইল করেছেন সঙ্গে । কানে স্টেটমেন্ট দুল আর হাতে পরেছেন ব্রেসলেট, আংটি।
ব্লেজার লুক
বস লেডি আমেজে ধরা দিয়েছেন তিনি এই লুকে ৷ কালো -লাল টি শার্টের ওপর বেশ সাবলীলভাবেই পরেছেন নীল ব্লেজার। একই রঙের হাই – ওয়েস্ট বটম হয়েছে সঙ্গী
এই লুকে মিনিমাল জুয়েলারি পরেছেন বর্ষা। গোল্ডেন চাংকি চেইনে সেজেছেন । চুলগুলো বাধা। হালকা স্মোকি আই মেকআপ, গোলাপি লিপকালার আর ব্লাশ অনে সাজ হয়েছে পরিপূর্ণ
টি-শার্ট ও স্কার্টের জুটি
এক নজরে দেখে মনে হবে যেন ইংরেজি সিনেমার কোনো নায়িকা। স্পেনের বিলাসবহুল ফ্যাশন হাউস ব্যালেন্সিয়াগার টি শার্ট আর ডেনিম স্কার্ট পরেছেন বর্ষা। জুটি হয়েছে কালো জুতা।
এই ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে মানানসই এক জোড়া হার্ট শেপের দুল পরেছেন তিনি। হাতে কফি রঙের নেলপালিশ। উঁচু করে বাধা তাঁর সিগনেচার হেয়ারস্টাইল। বর্ষার তুলনা শুধু বর্ষাই
শার্ট-ডেনিম প্যান্টে সেমি ফরমাল লুক
স্ট্রাইপ প্যাটার্নের স্টাইলিশ শার্টের সঙ্গে জুটি হয়েছে হাই- ওয়েস্ট ফ্লেয়ার লেগ ডেনিম প্যান্ট। পায়ে ন্যুড রঙের হাই হিল পরেছেন নায়িকা
হার্ট শেপের স্টেটমেন্ট দুল আর হাতে আংটি পরেছেন জুয়েলারি হিসেবে। গোলাপি আভার গ্লসি মেকআপে সেজেছেন। আর চুলগুলো বেঁধে রেখেছেন পেছনে খোঁপা করে