সর্বশেষ
দুই পুত্রবধূকে নিয়ে এ মাসেই ফিরছেন খালেদা জিয়া
দক্ষিণী সিনেমা দিয়ে জনপ্রিয়তা পেলেও পরবর্তীতে বলিউডে দর্শকপ্রিয়তা পান এই অভিনেতা
সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশির
‘অভ্যুত্থানের আগে রাজউকের অভিযানে বাধা আসতো’
রণবীর-সাই পল্লবীর ‘রামায়ণ’ নিয়ে আসছে বড় ঘোষণা
কবে কমবে গরম, যে বার্তা দিলো আবহাওয়া অফিস
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগে রিভিউ শুনানি শুরু
শর্ত লঙ্ঘন, ফের ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি
নির্বাচন দেরি করলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে
নির্বাচন নিয়ে উৎকণ্ঠা বাড়ছে
ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাইলেন সারজিস আলম
ভারত ও পাকিস্তান ব্যয়বহুল যুদ্ধের সামর্থ্য রাখে না
হাসিনার অন্যায় আদেশ না মানা বশির, মনিরুজ্জামান ও জিল্লুরের নাম নেই
আত্মহত্যার আগে কী বলে গিয়েছিল লামিয়া, জানালেন শ্রাবন্তী
শখের বশে গায়িকা হয়েছেন যেসব তারকা

সর্বশেষ কত হলো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

স্বর্ণের প্রতি দুর্বল নয় এমন নারী পৃথিবীতে খুঁজে পাওয়া বিরল। কম বেশি সকলেই সাধ্যমতো সোনা ব্যবহার করে থাকেন। সোনা একটি মৌলিক পদার্থ যার রাসায়নিক প্রতীক Au, পারমানবিক সংখ্যা ৭৯। এটি খুব মূল্যবান একটি ধাতু যা অলংকার, মুদ্রা এবং বিনিয়োগের জন্য ব্যবহৃত হয়।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, টানা ৪ দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ (শনিবার, ২৬ এপ্রিল) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দামে। স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সে অনুযায়ী জেনে নেব বর্তমান বাজারে আজকের স্বর্ণের দাম-

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সর্বশেষ দাম অনুযায়ী,

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা যা আগে ছিল  ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম  ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা যা আগে ছিল ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা

১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা যা আগে ছিল ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা

সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা যা আগে ছিল  ১ লাখ ২০ হাজার ৫১২ টাকা

বিশেষ দ্রষ্টব্য: স্বর্ণের অলংকার  কিনতে ক্রেতাদের নির্ধারিত দামের চেয়েও বাড়তি অর্থ গুনতে হবে। কারণ, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ২২ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে একলাফে ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ নিয়ে চলতি বছর ২৬ বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ১৯ বার, আর কমেছে মাত্র ৭ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮৪৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭৫০ টাকায়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ