আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে যেসব জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
আজ রোববার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
বলা হয়েছে, রংপুর, ময়মংসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা কমতে পারে সোমবার। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া এদিনও দেশের ৮ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তর।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর