জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, শুধু সংস্কার নয়, গণমানুষ এবং রাজনৈতিক দলের ঐক্যের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।
তিনি আরও বলেন, সামনে যে নতুন বাংলাদেশ তৈরির সুযোগ এসেছে, তা কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সোমবার (৩০ এপ্রিল) গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে এসব বলেন তিনি।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বৈঠকে বলেন, সংস্কার অবশ্যই বর্তমান সরকারের অধীনেই হতে হবে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে প্রাধান্য দিলে সংস্কারের উদ্যোগ সফল হবে না।
উল্লেখ্য, রাষ্ট্র সংস্কারে ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক সংলাপে ১৯তম দল হিসেবে অংশ নিয়েছে গণ অধিকার পরিষদ।