সর্বশেষ
জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী
ঢাবিতে হচ্ছে না ক্লাস-পরীক্ষা, ছাত্রদলের বিক্ষোভ
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১১ বাংলাদেশি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা শিক্ষক সমিতির
ফুটবল কোচের মতো দলে পূর্ণ নিয়ন্ত্রণ চান গম্ভীর
রাজনৈতিক অস্তিরতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস
যেকোনো বিষয়ে স্নাতকে চাকরি, বয়স ৪২ হলেও আবেদন করা যাবে
ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা চাইলেন আলী রীয়াজ
হাতিরঝিলে ভাঙা সীমানা দ্রুত মেরামতের নির্দেশ রাজউকের
সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান
মণিপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত
ফের আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট
ইশরাক শপথ না পড়া পর্যন্ত অবস্থান থেকে নড়বেন না তারা
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে

গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরের পূবাইলে শিশু বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের শিকার ইমাম রইজউদ্দিন অসুস্থ হয়ে কারাগারে মারা গেছেন।

সোমবার সকালে জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের যুগান্তরকে মসজিদ ইমাম রইজউদ্দিনের কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

যদিও পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, ‘তাকে উদ্ধার করে থানায় আনার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। হয়তো লোকলজ্জায় টেনশনে এমনটি হতে পারে।’

মৃত ইমাম রইজ উদ্দিন গাজীপুর মহানগরের গাছা মেট্রোপলিটন থানার জাঝর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার আখলাছ জামে মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ইমামের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় নিয়মিতভাবে তার সঙ্গে ঘুমানোর কথা বলে মসজিদের কামরায় শিশুদের ডেকে নিয়ে কোমল পানীয়’র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে বলাৎকার করতো।

গত রোববার ঘটনা জানাজানি হলে গণপিটুনির শিকার হন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পূবাইল থানায় নিয়ে আসে। সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলে ওই দিনই দিবাগত রাত ২.৪৫ মিনিটে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। পরীক্ষা-নীরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের যুগান্তরকে জানান, রোববার সন্ধ্যা ৭টায় কারাগারে আসা রইজউদ্দিন সোমবার ভোররাতে অনুমানিক পৌণে তিনটার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ