বলিউডের অন্য ধারার অভিনেত্রীদের মধ্যে রাধিকা আপতের নাম আসবে সবার আগে। ইউনিক আর সাহসী অভিনয় দিয়ে বরাবরই তিনি ভক্তদের মন জয় করে নেন। প্রতিবাদী মেজাজ আর ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী রাধিকা চরিত্রের প্রয়োজনে নানাভাবে ভেঙেছেন নিজেকে।
এমনকি মা হওয়ার খবরটাও ছিল ভক্তদের জন্য এক বিস্ময়কর চমক। গত বছর অক্টোবরে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে তিনি হাজির হন বেবিবাম্প নিয়ে। তখনই জানা যায়, প্রথম সন্তানের খবর। এবার আসা যাক অভিনেত্রীর ফ্যাশন সেন্সের বিষয়ে। একজন বোল্ড ফ্যাশনিস্তা রাধিকা। স্টাইল নিয়ে একবিন্দুও কার্পণ্য করেন না তিনি। আউটফিট নির্বাচন আর দুর্দান্ত এক্সপ্রেশনের যুগলবন্দীতে তাঁর প্রতিটি লুক হয়ে ওঠে অসাধারণ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে পাওয়া ছবিগুলোতে সেরা কিছু লুক দেখে আসি চলুন আজ।
কালো ব্রালেট আর মারমেইড কাট স্কার্টে স্টাইল করেছেন রাধিকা
গ্যাদার্ড প্যাটার্নের ওয়ান শোল্ডার ড্রেসে পোজ দিয়েছেন নায়িকা। পায়ে কালো হাই হিল
ন্যুড রঙের মিনিমাল নকশার কো-অর্ড পরেছেন তিনি। কালো হাই হিল আর শর্ট হেয়ার লুক এই পোশাকের সঙ্গে দারুণ মানিয়েছে
লাল হাই-ওয়েস্ট প্যান্ট আর স্টেটমেন্ট ক্রপ টপের সঙ্গে আকর্ষণ ছড়াচ্ছে ‘রেড লিপ’ লুক। সঙ্গে পরেছেন সোনালি চাংকি চেইন
স্ট্রেপলেস ডেনিম ড্রেসে মিষ্টি লাগছে অভিনেত্রীকে
মেশ স্লিভ ফিউশন কোরসেট টপ আর জিনস প্যান্ট পরেছেন রাধিকা। সঙ্গে জুটি হয়েছে সিলভার হাই হিল
কালো বর্ডার দেওয়া সাদা ফ্রকে মোহময়ী লাগছে অভিনেত্রীকে। ছোট চুল, গাঢ় লিপস্টিক আর সোনালি হুপ দুলে সেজেছেন তিনি
গোলাপি প্যান্ট–স্যুট আর গোলাপি আভার মেকআপ লুকে স্নিগ্ধ লাগছে তাঁকে
সবুজ লেদার প্যান্ট স্যুটে ‘বস গার্ল’ আমেজে আছেন তিনি। বিশেষ আবেদন কাড়ছে কালো মেশ টপটি
একরঙা কালো সুইমস্যুটের ওপর জড়িয়ে আছেন সিকুইনসজ্জিত শ্রাগ। উঁচু করে বাঁধা তাঁর চুল। আর ঠোঁট সাজিয়েছেন লাল লিপস্টিকে
লাল-সাদা চেকার্ড প্রিন্টের মিডি ড্রেসের সঙ্গে লাল স্যান্ডেল পরেছেন তিনি। গরমে আরাম দিতে এমন একটা স্লিভলেস জামা কিন্তু পরতেই পারেন ফ্যাশনিস্তারা
বিকিনি সুইমস্যুট পরেছেন তিনি এই লুকে
ডিস্কো সিকুইন ড্রেসে সমুদ্রবিলাস করছেন অভিনেত্রী
সমুদ্রপাড়ে পরতে তিনি বেছে নিয়েছেন কাটআউট ডিজাইনের কালো সুইমস্যুট
প্যাডেড ম্যাক্সি ড্রেস, শর্ট হেয়ার লুক আর কানে পরা গোল্ডেন দুল। বেশ মিষ্টি লাগছে সব মিলিয়ে রাধিকাকে
স্টাইলিশ ধূসর ক্রপ টপের সঙ্গে পার্পল হাই ওয়েস্ট প্যান্ট আর ল্যাভেন্ডার পাম্প জুতা পরেছেন স্টাইলিশ এই অভিনেত্রী। আর কানে শোভা পাচ্ছে সিলভার চাংকি দুল
কালো ব্রালেটের সঙ্গে জুটি হয়েছে কালো স্কার্ট। এই মোনোক্রম আউটফিটের সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন সোনার গয়না
ডেনিম অন ডেনিম লুকে ফ্যাশনিস্তা রাধিকা। পরেছেন বক্সি ক্রপ শার্ট আর প্লিটেড প্যান্ট
অভিনেত্রী পান্না সবুজ টাই-আপ বিকিনি টপের সঙ্গে স্টাইল করে পরেছেন জলপাই সবুজ ওয়াইড লেগ পেপার ব্যাগ প্যান্ট।
ছবি: রাধিকা আপ্তের ইন্সটাগ্রাম
সূত্র: হাল ফ্যাশন