সর্বশেষ
শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ইশরাকসহ নতুন মেয়রদের যে প্রশ্ন করতে বললেন আসিফ নজরুল
বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই: জামায়াত আমির
বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন প্রীতি জিনতা
ইশরাকের মেয়র পদ নিয়ে এত বিতর্ক কেন, শপথ নিলে কতদিন থাকতে পারবেন?
আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহ্বান জামায়াতের
আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে: প্রধান উপদেষ্টা
গরমে বরফের ৫ ব্যবহার, ক্ষতিগ্রস্ত ত্বক হতে পারে দাগহীন ও মসৃণ
দিল্লি আর আওয়ামী দোসরদের দৌরাত্ম্য চলবে না: রাশেদ প্রধান
জুলাই সনদ তৈরির পরই ভোট: প্রধান উপদেষ্টা
হার্টে জমে থাকা চর্বি কমাতে করণীয়
সেই জিম্বাবুয়ের বিপক্ষে চার বছর পর সাদমানের সেঞ্চুরি
উত্তেজনার মধ্যেই মোদির কাছে বিশেষ চিঠি, যা লেখা আছে
প্রধান কার্যালয়সহ এলজিইডির ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান 
পুলিশের জন্য জোরে হাততালি দিতে বললেন প্রধান উপদেষ্টা

যেখানে পুতুলও ফিলিস্তিনি শিশুদের পক্ষ নেওয়ার অধিকার রাখে না!

আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ মিছিলে পুতুল ও লাল রঙ প্রদর্শন নিষিদ্ধ করেছে ফরাসি সরকার। ফিলিস্তিনের সমর্থনে মিছিলের আয়োজনকারীদেরকে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েও দিয়েছে এমানুয়েল ম্যাক্রোঁর প্রশাসন।

অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে প্রকাশ্যে গণহত্যা চালিয়ে আসছে দখলদার ইসরাইল।ফ্রান্সে যুদ্ধবিধ্বস্ত ও হত্যাযজ্ঞের শিকার গাজার সমর্থনে বিক্ষোভকারীরা এখন থেকে লাল রঙ এবং ফিলিস্তিনি শিশুদের প্রতিনিধিত্বকারী পুতুল প্রদর্শন করতে পারবে না।

ফ্রান্স টোয়েন্টি ফোর জানিয়েছে, প্রতি সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসের একেক মহল্লায় গাজার সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।তারই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে প্যারিসে গাজার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। তবে আগের সপ্তাহের তুলনায় এতে পুলিশের উপস্থিতি বেশি ছিল। একই সঙ্গে এতে পুতুল, লাল রঙ ও ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক সেখানে নিষিদ্ধ ছিল।

এ প্রসঙ্গে ইউরোপ-প্যালেস্টাইন ইনস্টিটিউটের পরিচালক অলিভিয়া জেমোর বলেছেন, ফরাসি সরকার আমাদের জানিয়েছে, ফিলিস্তিনি মা, শিশু এবং বন্দিদের অবস্থা তুলে ধরা যাবে না। তারা বলেছে, মায়ের কোলে মারা যাওয়া শিশুদের কথা বলাটা বিরক্তিকর এবং মর্মান্তিক।

ফিলিস্তিনিপন্থি একজন বিক্ষোভকারী ফরাসি সরকারের এ ধরণের দ্বিমুখী আচরণে দুঃখ প্রকাশ করে বলেছেন, সরকারের কাছে এ ধরণের প্রতিবাদকে মর্মান্তিক মনে হলেও গাজায় শিশুদের গণহত্যাকে মর্মান্তিক মনে হচ্ছে না।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৫২ হাজার ৩০৫ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন।যাদের বেশিরভাগই নারী ও শিশু।এছাড়া আহত হয়েছেন অন্তত এক লাখ ২০ হাজার জন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ