রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রধান কার্যালয়সহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়।
দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। তিনি বলেন, ‘সকাল থেকে এলজিইডির বিভিন্ন কার্যালয়ে অভিযান চলছে। অভিযান শেষ হলে এর ফলাফল গণমাধ্যমে জানানো হবে।’
এর আগে, গত ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রার কার্যালয়েও একযোগে অভিযান পরিচালনা করেছিল দুদক। ওই অভিযানে ঘুষ গ্রহণ, অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করা এবং অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে তদন্ত পরিচালিত হয়।
দুদক সূত্র বলছে, সেবা সংস্থাগুলোর কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং দুর্নীতি রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।