কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। দুই দেশ প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ সংসদ অধিবেশন ডাকার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চিঠিতে খাড়গে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, এই মুহূর্তে যখন ঐক্য ও সংহতি অত্যন্ত প্রয়োজন, তখন বিরোধী দল মনে করে যত দ্রুত সম্ভব সংসদের উভয় কক্ষে একটি বিশেষ অধিবেশন আহ্বান করা দরকার। এটি পেহেলগাম হামলা মোকাবিলায় আমাদের সম্মিলিত সংকল্প ও জাতীয় ঐক্যের প্রতিফলন হবে।
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আগামী দু-তিন দিন খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। আর যদি কিছু না ঘটে, তবে বুঝতে হবে বড় ধরনের বিপদ আপাতত কেটে গেছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর পাকিস্তানকে দায়ী করে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। সীমান্ত বন্ধ, ভিসা বাতিল, সিন্ধু নদ চুক্তি স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাল্টা জবাবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিতসহ ভারতের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযম বজায় রাখা ও সংলাপে বসার আহ্বান জানিয়েছে।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর