রিচার্ড এনগারাভার বল লং অনে পুশ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন সাদমান ইসলাম, ইনিংসে তার ১৬তম চার। এই চারে তিন অঙ্ক স্পর্শ করলেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। টেস্টে এটি তার দ্বিতীয় শতক।
আগের সেঞ্চুরিটিও করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি পেতে সাদমানের লাগলো ২৬ ইনিংস। বছর হিসেবে ৪ বছর।
এর আগে ২০২১ সালের জুলাইতে হারারেতে এই জিম্বাবুয়ের বিপক্ষে সাদমান খেলেন অপরাজিত ১১৫ রানের ইনিংস। এবার ১৪১ বলে স্পর্শ করেন শতক। তার সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে দারুণ অবস্থানে বাংলাদেশ দল।
মাত্র ১ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের চেয়ে ৭৮ রানে পিছিয়ে আছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তাইজুলের বোলিং ঘূর্ণিতে দিনের প্রথম বলেই গুটিয়ে যায় সফরকারীরা।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর