ওপার বাংলার ফ্যাশনিস্তা অভিনেত্রী দর্শনা বণিক এমনিতেই অত্যন্ত সুন্দরী। মিষ্টি হাসি আর সুন্দর মুখশ্রীর সঙ্গে তাঁর আকর্ষণীয় ফিগারেরও তারিফ করতে হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢুঁ মেরে দেখা গেল, তিনি বৈচিত্র্যময় সাজপোশাকে অত্যন্ত ফ্যাশনেবলভাবে নিজেকে উপস্থাপন করেন। তবে ওয়েস্টার্ন লুকে যেন তিনি একটু বেশিই আবেদন ছড়ান। তেমনই কিছু স্কার্ট–টপের ভিন্নধর্মী লুক নিয়ে আজকের আয়োজন।
সাদা শার্টের ওপর স্ট্রাইপের কালো ক্রপ ব্লেজার পরেছেন দর্শনা। আর বটমে আকর্ষণীয় লাল প্লিটেড মিনি স্কার্ট জুটি হয়েছে। চোখের ত্রিকোণ লাল সানগ্লাসটিও এই লুকের মধ্যমণি বলা যায়।
গ্ল্যাম ছড়াচ্ছেন এই সিকুইনের টপ আর মিনি স্কার্টে তিনি।
সম্প্রতি অভিনেত্রী নিজেই বানিয়েছেন এই রিসাইকেলড ডেনিম স্কার্টটি। পরিবেশবান্ধব আর পকেটওয়ালা এই মিনি স্কার্টের সঙ্গে পরেছেন কালো টি–শার্ট।
‘লেদার অন লেদার’ লুকে দর্শনা বেছে নিয়েছেন কালো ব্লেজার আর স্লিট স্কার্ট।
আশি–নব্বইয়ের দশকের একটা আমেজ এসেছে দর্শনার এই লুকে। পরেছেন পলকা ডটের সাদা–কালো টপ আর প্লিটেড মিনি স্কার্ট। আর ম্যাচিং হ্যান্ডব্যান্ড পরেছেন ছেড়ে রাখা চুলে।
ডিপনেক টুইস্ট নটের সাদা টপ আর ডেনিম স্কার্ট পরেছেন দর্শনা। এই লুকে তিনি সফট কার্ল হেয়ারস্টাইল করেছেন।
আবেদন ছড়ানো মেশ টপের সঙ্গে কালো এসেমেট্রিক স্কার্ট পরেছেন তিনি এই লুকে।
ম্যাজেন্টা রঙের টাই ব্যাক টপের সঙ্গে সবুজ–নীল স্কার্টের জুটিতে বেশ মানিয়েছে এই ফ্যাশনিস্তা অভিনেত্রীকে।
‘বার্বিকোর’ থিমে চোখ জুড়াচ্ছেন নায়িকা। গোলাপি রাফেল স্কার্ট আর ক্রপ টপ পরেছেন তিনি।
সবুজ ভেলভেট টপের ওপর সাদা শ্রাগ পরেছেন অভিনেত্রী। আর বটমে পরেছেন সাদা ফিটেড স্কার্ট।
কালো কোরসেটের সঙ্গে টাইগার প্রিন্টের সাইড স্লিট লং স্কার্ট পরে পোজ দিয়েছেন দর্শনা। গলায় শোভা পাচ্ছে গোল্ডেন লেয়ার চেইন।
ফুশিয়া গোলাপি স্ট্র্যাপলেস টপের সঙ্গে হাইওয়েস্ট কালো স্কার্টে নজর কাড়ছেন তিনি। কানেও গোলাপি দুল পরেছেন।
ছবি: দর্শনার ইন্সটাগ্রাম
সূত্র: হাল ফ্যাশন