সর্বশেষ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
পারমাণবিক শক্তির কারণে পাকিস্তানে হামলা সহজ হবে না: মরিয়ম নওয়াজ
শ্রীলংকাকেও হারাল বাংলাদেশ
খুনি হাসিনা ও আ.লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না: সারজিস
দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন গিয়াস কাদের ও গোলাম আকবর
খালেদা জিয়া ফিরছেন মে’র প্রথম সপ্তাহেই, শিগগিরই ফিরবেন তারেক রহমান
জয়-পুতুল-রেহানা-রাদওয়ান-আজমিনার সম্পত্তি ক্রোকের নির্দেশ
টাকা উপার্জনের জন্য দেশ ছেড়েছিলেন পিয়া বিপাশা, এখন কেমন আছেন
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি  সরকারকে কঠোর হুঁশিয়ারি ধর্মভিত্তিক দলগুলোর
আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরী ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ৬০০ সেনা নিহত
দুই হাজার পর্বে বিশেষ অতিথি অপি করিম
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল
বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক

বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার আয়োজনে ডে লং ট্যুর এবং নতুন কমিটির উন্মোচন

অনলাইন ডেস্ক

পঞ্চাশোর্ধ স্বেচ্ছাসেবী নিয়ে সম্প্রতি বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখা ডে লং ট্যুরের আয়োজন করেছে। ট্যুরের ভেন্যু নির্ধারিত ছিল গোল্ডেন স্টার পার্ক এবং আবেদ ভিলেজ। একঘেয়ে সময়কে ছুটি দিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর আনন্দের দাপাদাপিতে পূর্ণতা পেয়েছে দিনটি।

পুরো দিন জুড়ে ছিল নানা আয়োজন: ফুটবল খেলা, হাড়িভাঙা, মিউজিক্যাল চেয়ার, সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান, সেরা স্বেচ্ছাসেবী অ্যাওয়ার্ড, বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড, কার্যকরী কমিটি (২৫-২৬) উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আবেদ টেক্সটাইলের ডিরেক্টর ও বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে আয়োজনটিকে পূর্ণতা দিয়েছেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, আইইউবিএটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফরহাদ হোসাইন, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক সামনান অলি।

গোল্ডেন স্টার পার্ক ভ্রমণের পর আবেদ ভিলেজে পৌঁছান বন্ধুরা। সেখানে খেলাধুলার মাধ্যমে আয়োজন শুরু হয় এবং এরপরই শুরু হয় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন সামনান অলি, আফজাল হোসেন উজ্জ্বল, আতিকুল ইসলাম অপু এবং তন্ময় শিকদার।

সেরা সংগঠক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন জুহি জান্নাত মিম এবং মাহতাব হোসেন নাঈম। সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন দীপ্ত পাল এবং মো. নাফিজ হাসান।

অ্যাওয়ার্ড প্রদান শেষে আয়োজনের প্রধান আকর্ষণ লটারি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভারম্ভ হয়। লটারিতে মোট ২০টি আকর্ষণীয় পুরস্কার ছিল।

মিউজিক্যাল চেয়ার খেলায় যথাক্রমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন অর্পিতা বিশ্বাস, জুহি জান্নাত মিম এবং ইসরাত ইরা।

ফুটবল খেলায় চূড়ান্ত বিজয় অর্জন করেছেন দল এ। দল এ তে ছিলেন- নাফিজ হাসান, তরুণ হালদার, ফাহিম, তানজিল, শোভন, অভি, শ্রাবণ এবং কাইফ।

সাংস্কৃতিক পর্বে নাচ, গান, অভিনয়, যেমন খুশি তেমন সাজো, আবৃত্তি পরিবেশনায়ও কম যাননি  আইইউবিএটি শাখার বন্ধুরা। মনের অভিব্যক্তির সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করতেও কার্পণ্য বোধ করেননি কেউ।

তারা জানান, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বেচ্ছাসেবকদের মাঝে ভালো কাজ করার স্পৃহা জুগিয়ে গিয়েছেন। বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনির তার আত্মীয়তা আতিথেয়তায় সবার মন জুড়িয়েছেন। নবনির্বাচিত কার্যকরী কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা।

সবশেষে ৪১ সদস্যের কার্যকরী কমিটি (২৫-২৬) উন্মোচনের মাধ্যমে আয়োজনের ইতি টানা হয়।

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান সাক্ষরিত নতুন কমিটিতে উপদেষ্টা পদটি অলংকৃত করেছেন মো. ফরহাদ হোসেন, সহযোগী অধ্যাপক ও সমন্বয়কারী, ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ আইইউবিএটি। সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন দীপ্ত পাল ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নাফিজ হাসান।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ