সর্বশেষ
নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিন: রিজভী
সুখবর দিলেন মেহজাবীন
পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম ব্লক করলো ভারত
বিএনপির শ্রমিক সমাবেশে নেতা-কর্মীদের ঢল
চুয়াডাঙ্গায় মহান মে দিবস উদযাপন
সানি লিওনকে যে বিষয়টি সবচেয়ে বেশি খুশি করে
ঝিনাইদহে মহান মে দিবস পালিত
ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকের মুক্তি সম্ভব নয়: ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ
নাহিদ কি আ.লীগ নিষিদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন, প্রশ্ন রাশেদের
শ্রম, শ্রমিক এই দুয়ের ওপরেই আজকের আধুনিক সভ্যতা: কাদের গনি চৌধুরী
শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি
নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাইলেন রিজভী
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ব্যাপক সামরিক মহড়া
জামায়াত ক্ষমতায় এলে কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে নারীরা: শফিকুর রহমান
শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই: জামায়াত আমির

আলুর রসে ত্বকের অবাঞ্ছিত দাগ উধাও

অনলাইন ডেস্ক

ছোটবেলায় ব্রণ হয়েছিল, তার দাগ রয়ে গিয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে দাগছোপও বেড়েছে। এর পেছনে আসলে কী কারণ রয়েছে, তা অনেকেরই অজানা। মুখে অবাঞ্ছিত দাগছোপ শুধু যে স্কিন কেয়ারে ভুলের জন্য হয়, এমনটা নয়। শারীরিক সমস্যার কারণেও এসব সমস্যা দেখা দেয়। মুখে দাগছোপ থাকলে তা সৌন্দর্যকে নষ্ট করে। এক্ষেত্রে ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন। মুখে আলুর রস মাখতে পারেন।

কোরিয়ায় কিংবা চীন-জাপানে আলুকে রূপচর্চায় ভালোভাবেই কাজে লাগানো হয়। রূপ বিশেষজ্ঞরা বলেছেন, রাতের রূপচর্চায় ত্বকে নিয়মিত আলুর রস ব্যবহারে পাবেন কোরিয়ান কিংবা চীন-জাপানিদের মতো সুন্দর ত্বক।

রাতে আলুর সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

আলু একটি সবজি। এতে রয়েছে ত্বকের সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপাদান; যেমন ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, অ্যান্টি অক্সিডেন্ট, খনিজ, ফসফরাসের মতো প্রয়োজনীয় উপাদান।

এসব উপাদান আপনার ত্বকে যে সুরক্ষা কবচ তৈরি করবে তা হলো, ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। দুশ্চিন্তা বা অনিদ্রায় আমাদের চোখের নিচে যে ডার্ক সার্কেল বা কালো দাগ তৈরি হয় তা দূর করবে আলুর রস।

সময়ের স্রোতে বয়স কিন্তু বাড়ছে। এই বয়স বাড়াকে যদি আপনি থামিয়ে দিতে চান তাহলে আপনার স্কিন বা ত্বকে কোনোভাবেই রিঙ্কেল বা বলিরেখা পড়তে দেওয়া যাবে না।

নিয়মিত রূপচর্চায় যদি আলুকে ব্যবহার করা যায় তাহলে আপনার ত্বকে কোনোভাবেই বলিরেখা পড়বে না, বলছেন রূপ বিশেষজ্ঞরা।

গায়ের রং ফর্সা করতে সরাসরি ত্বকে ব্লিচ ব্যবহার না করে আপনি আলুর রসকে ব্যবহার করতে পারেন।

আলু থেকে রস তৈরি করতে হলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হলো, আলু কুচিয়ে তাতে চাপ দিয়ে রস বের করে নিন।

যদি ত্বকের টোন বা রোদে পোড়াভাব থাকে তবে আলুর রসের সঙ্গে মিশিয়ে নিন কাঁচা দুধ। যদি ত্বকে দাগের সমস্যা থাকে তাহলে আলুর রসের সঙ্গে মিশিয়ে নিন অলিভ ওয়েল।

ত্বকের বলিরেখা বা বয়সের ছাপ দূর করতে চাইলে আলুর রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে গ্লিসারিন। আর যদি গায়ের রং ফর্সা বা উজ্জ্বল করতে চান তাহলে আলুর রসের সঙ্গে মেশাবেন লেবুর রস।

যদি ২ চামচ আলুর রস নেন তবে তার সঙ্গে দুধ, গ্লিসারিন, অলিভ ওয়েল কিংবা লেবুর রসও ২ চামচ পরিমাণই মেশাবেন।

রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের যত্নে আলুর রস ব্যবহার করুন। মাত্র ২০ মিনিট সময় ব্যয় করুন। পরিষ্কার ত্বকে আলুর রস মালিশ করে পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন। এরপর অবশ্যই মুখে লাগাবেন ময়েশ্চারাইজার ক্রিম। নিয়মিত এমন ব্যবহারে এক মাসের মধ্যেই কাঙ্ক্ষিত পরিবর্তন আপনার চোখে পড়বে।

ফেস মাস্ক

আলু সহজে বুড়িয়ে যাওয়া রোধ করে। সেক্ষেত্রে এক চা চামচ আলুর রস, এক চা চামচ বেসন ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করে ২০ মিনিট পর ধুয়ে ফেলবেন। এতে বেশ ভালো উপকার পাবেন।

ফেস স্ক্রাবার

স্ক্রাব হিসেবে আলুর ব্যবহার খুবই কমন। তাই একটা আলু গ্রেড করে নিয়ে এতে এক চা চামচ ওটস দিন এবং এক চা চামচ তরল দুধ দিয়ে পেস্ট বানিয়ে স্ক্রাব করে নিন ফেস। আলতো করে ফেস স্ক্রাব করবেন। ৫-১০ মিনিট আলতো হাতে ম্যাসেজ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ফেস কোমল ও প্রাণবন্ত হবে।

ব্রণ ও দাগ

ব্রণ ও এর দাগ সারাতে ভালো কাজ করে এই আলু। আলুর রস এক চা চামচ, এক চা চামচ টমেটোর রস এবং হাফ চা চামচ মধু মিশিয়ে নিন। এটি চাইলে আপনি ফ্রিজেও রাখতে পারেন। এই প্যাক ফেসে দিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ব্যবহারে ত্বক অনেক বেশি সতেজ ও সুন্দর লাগবে এবং ব্রণ ও ব্রণের দাগ ও আস্তে আস্তে হালকা হয়ে চলে যাবে।

ডার্ক সার্কেল

আলু চোখের চারপাশের কালো দাগ দূর করে। আলুর দুইটা স্লাইস বা আলু গ্রেড করে অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে চোখে দিতে পারেন। এতে চোখের কালো দাগ চলে যাবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ