রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে স্বাস্থ্য বিভাগে ৬টি পদে ৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী এই চাকরির কর্মস্থল রাঙামাটিতে।
পদের নাম ও বর্ণনা—
১. কোল্ড চেইন টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
আবেদনের বয়স: ১৮-৩২ বছর
আবেদনের শিক্ষাগত: কোনো স্বীকৃত বোর্ড থেকে রেফ্রিজারেশন বা এয়ারকন্ডিশনিং ট্রেডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
২. স্টোরকিপার
পদসংখ্যা: ৪
আবেদনের বয়স: ১৮-৩২ বছর
আবেদনের যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
খ) স্টোরকিপার পদে নিয়োগপ্রাপ্ত হলে যোগদানের সময় সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।
৩.পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ২
আবেদনের বয়স: ১৮-৩২ বছর
আবেদনের যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং খ) কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
৪. স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ৩৬
আবেদনের বয়স: ১৮-৩২ বছর
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান।
৫. অফিস সহকারী–কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১২
আবেদনের বয়স: ১৮-৩২ বছর
আবেদনের যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যামিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) কম্পিউটারে Word processing, Data Entry and Typing–এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ হতে হবে।
৬. ড্রাইভার
পদসংখ্যা: ৩
আবেদনের বয়স: ১৮-৩২ বছর
আবেদনের শিক্ষাগত যোগ্যতা: ক) অষ্টম শ্রেণি পাস। ভারী যানবাহন চালনার লাইসেন্সধারীদের ক্ষেত্রে ১৫তম গ্রেড এবং হালকা যানবাহন চালনার লাইসেন্সধারীদের ক্ষেত্রে ১৬তম গ্রেড প্রযোজ্য হবে।
আবেদন ফরম: আগ্রহীরা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।
আবেদনের ঠিকানা: চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন ফি: চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি এর অনুকূলে আবেদন ফি বাবদ ১-৬ নং পদের জন্য ৪০০ টাকা জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রসিদ পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।