সর্বশেষ
গাজায় ইসরায়েলি হামলায় ১৮ মাসে দুই শতাধিক সাংবাদিক নিহত
মাড়ি থেকে রক্ত পড়ে যে ভিটামিনের অভাবে
চুলের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এই ১০টি অভ্যাস
‘ভিটামিন ডি’ পাবেন যেসব খাবারে
হাঁটু ও কনুইয়ের কালচে দাগ তোলার ঘরোয়া পদ্ধতি
তটিনী আর সালোয়ার–কামিজের দারুণ কেমিস্ট্রি
আমলকি যেসব রোগের মহৌষধ
যেসব কারণে গরমে বেল খাবেন
গ্ল্যাম লুকে শুভ্রতার ঝলক দেখালেন সাফা
পালের নাও
জ্ঞানের সন্ধানে মুসা (আ.)-এর ঐতিহাসিক সফর
পামওয়েল কারখানায় বিস্ফোরণ, মালয়েশিয়ায় বাংলাদেশিসহ দগ্ধ চার
চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বেতন আকর্ষণীয়
ধরা পড়লো বিশাল আকৃতির কাতল, অর্ধ লাখে বিক্রি
ফ্যাসিবাদী শাসনের অবসান, রাষ্ট্রগঠনের কাজ এখন শুরু: আলী রীয়াজ

জয়শঙ্কর-ইসহাক দারকে ইইউ কর্মকর্তার ফোন

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ফোন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি–বিষয়ক প্রধান কাজা কালাস। শুক্রবার আলাদাভাবে দুজনকে ফোন করেন তিনি। এ সময় দিল্লি ও ইসলামাবাদকে তিনি ‘সংযত’ থাকার এবং উত্তেজনা কমাতে সংলাপে বসার আহ্বান জানান।

ভারত ও পাকিস্তানের দুই মন্ত্রীকে কাজা কালাস বলেন, দুই দেশের মধ্যে ক্রমেই বৃদ্ধি পাওয়া এই উত্তেজনা ‘উদ্বেগজনক’। পরিস্থিতি সংঘাতের দিকে এগোলে কোনো দেশের জন্য তা সুফল বয়ে আনবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘আমি দুই দেশকে সংযম দেখানোর জন্য এবং পরিস্থিতি সামাল দিতে সংলাপে বসার অনুরোধ করছি।’

এরপর শুক্রবারেই এক্সে এক পোস্টে এস জয়শঙ্কর বলেছেন, ‘আজ সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি–বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে কথা বলে ভালো লাগল। পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে আলোচনা করেছি। সব ধরনের সন্ত্রাস এবং এর প্রাদুর্ভাবের নিয়ে ইউরোপীয় ইউনিয়নের তীব্র নিন্দাকে স্বাগত জানাচ্ছি।’

কাজা কালাসের মাত্র দুই দিন আগে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় দুই পক্ষকে পেহেলগাম হামলা ঘিরে উত্তেজনা কমানোর জন্য আহ্বান জানান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও দুই দেশকে সংযত থাকার অনুরোধ করেছেন।

২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এতে পাকিস্তানের যোগসাজশ আছে বলে অভিযোগ করেছে ভারত। এ ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। দুই দেশই একে–অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনাও ঘটছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ